টপিকঃ ব্যতিক্রমহীন এক সকালের কথা
ব্যতিক্রমহীন এক সকালের কথা;
ঘাসফড়িংয়ের ডানায় তখন রোদ ঝরছিলো,
বাতাসে মিষ্টি গন্ধ, পিচঢালা পথ বেয়ে যান্ত্রিক পা’দুটো ছুটছে
ব্যস্ত কোলাহলের বিপরীত দৃশ্যপটে দুই তরুণ...
থানামোড় পেড়িয়ে অনেক দূরে স্কুল মাঠে ঠায় দাঁড়িয়ে দুই তরুণী
শিশুসূর্য্যরশ্মি প্রতিফলিত হচ্ছে তরুণদ্বয়ের উন্মুক্ত বক্ষে
‘‘তাদের পরিচয়।’’ তারা জেগে উঠেছিলো এমনি এক সকালে
প্রেমহীন দু’শতাব্দীর ঘুম থেকে।
সেই উদ্দীপ্ত তরুণীদ্বয়কে তোমরা কাঁদা, মাটি, হৃদয়ের শক্ত কাঠামোয়
বন্দী করেছ? প্রাণহীন এক কাঠামোয়।
ভেঙে দাও এ কাঠামো।
দেখবে নিমিষেই ও আত্মায় ভর করব আমি
গাইবো দ্রোহের গান, অযাচিত ভাবে
নিশ্চত, গোলকধাঁধাঁয় আটকে পড়া বিভ্রান্তদের, তার মধ্যে
পৌঁছে দেব তোমায় অনন্ত সে আলোর যাত্রাপথে
তোমার অভীষ্ট লক্ষে
অজানা ঠিকানায়।
........................................................(মাহ্ফুজ আকন্দ).........................................................
আমার ওয়েবসাইট.......http://gonomaddhom.net//.....
ফেসবুকে আমি .........https://www.facebook.com/nomindzonee