টপিকঃ মামনি ঐ সন্ধ্যাতারায় থাকে
ও খুকি তোর চুলের ফিতে
নিখুঁত প্যাঁচে বেঁধে দিতে
বল না গিয়ে মা’কে।
পড়াশুনায় হচ্ছে ফাকি
মা তোর কোথায় থাকে?
সন্ধ্যে বেলা বাসায় ফিরে
চায়ের খোঁজে মরছি ঘুরে
কিন্তু কোথায় চা?
ফ্যালফ্যালিয়ে তাকাস কেন
ডাক না তাকে, যা।
শুটকি-বেগুন চচ্চড়িটা
দিনে দিনে হচ্ছে যা তা
দেয় না ডালে নুন।
কিন্তু আবার পানের সাথে
দিচ্ছে বেশি চুন।
বাবার কথায় ছোট্ট খুকি
দেয় না কোথাও উকিঝুকি
খোঁজ করে না মাকে।
ঘর পালানো মামনি ঐ
সন্ধ্যাতারায় থাকে।
তবু এ হৃদয় বড় উচাটন
কখন আসবে ফাগুন