টপিকঃ ইন্টারন্যাশনাল ব্রিজ গেম চাই
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকতে সিয়েরা বা এজাতীয় একটা গেমে ইন্টারন্যাশনাল ব্রিজ গেমটি খেলতাম। তবে ঐ গেমে নামটি ছিল সম্ভবত রয়্যাল ব্রিজ।
যাহোক, আমার ইন্টারন্যাশনাল ব্রিজ গেমটি দরকার। হোক গেম সফটওয়্যার বা ফ্লাশ গেম বা অনলাইনে খেলতে হয় এরকম কিছু।
কারও কাছে থাকলে বা কোন লিংক পেলে জানাবেন প্লিজ।
অগ্রিম ধন্যবাদ।