টপিকঃ নেক্সাস ৭ ট্যাব বিষয়ে পরামর্শ প্রয়োজন
আমি মূলত ইবুক পড়ার জন্য একটি ট্যাব কিনতে চাচ্ছি। এর সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকলে তো সোনায় সোহাগা। এখন খুঁজেটুজে দেখি, এক্ষেত্রে একচ্ছত্র রাজত্ব করছে কিন্ডল ফায়ার। তবে দাম কম না, ২২৯ ডলার থেকে শুরু, সাথে কেসিং, ইয়ারফোন, স্ক্রিন প্রটেক্টর ইত্যাদি আলাদা আলাদা কিনতে হবে। তাছাড়া দেশের বাজারে কোথায় পাওয়া যায় তাও জানা নেই, সম্ভবত বাইরে থেকে আনাতে হবে। সব মিলিয়ে দামটা ৩০০-এর উ্পরে চলে যায়।
খুঁজতে খুঁজতে দেখলাম, অনেকে গুগলের নেক্সাস ৭ ট্যাবের খুব প্রশংসা করছে। ওটা যদিও শুধু ইবুক পড়ার জন্য বিশেষ যন্ত্র না, একটি ট্যাব, কিন্তু অনেকে বললেন, এটা কিন্ডলের চেয়ে একেবারে খারাপ না। তাছাড়া এটা দেশেই পাওয়া যায়। ফোরামের কেউ কি আছেন এটা ব্যবহার করেছেন? কোত্থেকে কিনেছেন? দাম কত? বই পড়ার ক্ষেত্রে কেমন- এই তথ্যগুলো জানতে চাচ্ছি। তাছাড়া এটা কিনলে কেসিং, ইয়ারফোন বা স্ক্রিন প্রটেক্টর ইত্যাদি কি আলাদাভাবে কিনতে হয় নাকি সাথে দেয়া থাকে?
আপনাদের পরামর্শ পেলে যে কোনো একটা কেনার ইচ্ছে রাখি। সমস্যা হচ্ছে, এগুলোর ইন্টারনাল স্টোরেজ খুব কম থাকে, সেজন্য আমি ৩২ গিগারটা কিনতে চাই। প্রশ্ন হলো, এর সঙ্গে যেহেতু কার্ড রিডার নেই, সুতরাং অন্য কোনো উপায় কি আছে স্পেস বাড়ানোর?