টপিকঃ ম্যাক্সিমাস অ্যান্ড্রয়েড ফোন কেনার আগে পরামর্শ দরকার
আজকের প্রথম আলোতে দেখলাম জিপি কাস্টমার কেয়ারে ম্যাক্সিমাসের এই অ্যান্ড্রয়েড ফোনটি (http://www.grameenphone.com/whats-new/g … andset-now) মাত্র ৪,৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ আমার দেড় বছর আগে কেনা স্যামসাং গ্যালাক্সি ওয়াই-এর দাম পড়েছিল ১৫ হাজার টাকার বেশি। দুটোর মধ্যে তুলনা করতে গিয়ে দেখি স্যামসাং-এর ফোনটির চেয়ে ম্যাক্সিমাসের কনফিগারেশন অনেক ভালো, কিন্তু দাম অস্বাভাবিক রকমের কম। তুলনা করার জন্য দুটোর কনফিগারেশন নিচে দিলাম-
ম্যাক্সিমাস
Android 4.2.2 (Jelly Bean)
Processor: Dual Core, 1.2 GHz
512MB+256MB
3.5’’ Display
Front Camera: 0.3 Mp
Back Camera: 2.0 Mp
Battery: 1500 mAh
Micro SD,Support up to 32G
WiFi, HSPA+
স্যামসাং
Android 2.3.5 (Gingerbread)
Processor: 830 MHz
290MB+180MB
3’’ Display
Front Camera: None
Back Camera: 2.0 Mp
Battery: 1200 mAh
Micro SD,Support up to 32G
WiFi, HSPA+
ফিচারের তুলনায় দামের এই অস্বাভাবিক পার্থক্যের কারণ খুঁজে পাচ্ছি না, শুধু ব্র্যান্ড নেমের কারণে এতোটা হেরফের হতে পারে না। এখন ম্যাক্সিমাস ফোনটি যদি কিনি, তাহলে কি পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে পারি? আপনাদের পরামর্শ দরকার।