২ ০১-১১-২০১৩ ২৩:৪২ সর্বশেষ সম্পাদনা করেছেন তার-ছেড়া-কাউয়া (০১-১১-২০১৩ ২৩:৪৬)
Re: গরীব ক্যামেরার ছবি
এতোদিন যাহা প্যাশন ফ্রুট জানিতাম, তাহার নাম নাকি অন্য কিছু আর পরেরটা ড্রাগন ফ্রুট। ঠিকই আছে। তবে ছবিগুলা দিয়া মন খারাপ কইরা দিলেন
এখন খাইতে ইচ্ছা করতাসে
আপডেটঃ এখন খেয়াল করে দেখি যে, লাল ড্রাগন ফ্রুটের পাশে সাদা রঙয়ের কি জানি। ঐটার নামও জানিনা। তবে ওগুলো আমাদের লটকোনের কোন জাত ভাই বা বোন হবে। লটকোনের মতন টক না। পুরোপুরি মিষ্টি
৪ ০১-১১-২০১৩ ২৩:৪৯ সর্বশেষ সম্পাদনা করেছেন তার-ছেড়া-কাউয়া (০১-১১-২০১৩ ২৩:৫৫)
Re: গরীব ক্যামেরার ছবি
ও আচ্ছা, সাদা রঙয়ের দুই ধরনের ফল দেখতে পাচ্ছি। নিচের সাদা রঙয়ের ফলটার নাম রামবুটান। দেখতে চুলওয়ালা লিচুর মতন। খেতেও ওরকম।
তালের মতন দেখতে ফলটা ভাইয়াকে ছিলে খাওয়ানো হয়েছিলো। আম্মা দেখে নাই। তাই এই হাল। তবে শুনে মজা পাইলাম
Re: গরীব ক্যামেরার ছবি
ল্যান্ডস্কেপের সটগুলো ভালই এসেছে। ক্লোজআপ গুলো একটু গ্রেইনি। ফ্লাস না থাকার কারনে বোধহয়।
ড্রাগনফ্রুটকে আমি ভাবলাম রং করা আনারস
Re: গরীব ক্যামেরার ছবি
রামবুটান -- আহ! হ্যাঁ, লিচুর মত দেখতে; খাইতে অনেকটা লিচু আর নারকেলের মাঝামাঝি মনে হয়েছিলো --- লুক আর স্বাদ লিচুর আর কচকচে ভাবটা অনেকটা নারকেলের মত।
৭ ০২-১১-২০১৩ ০০:০৫ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (০২-১১-২০১৩ ০০:০৮)
Re: গরীব ক্যামেরার ছবি
গরীব ক্যামেরায় রাজভোগের ছবি তুললেন? আপনার সাকিব খান নাম্বার ওয়ান মোবাইলের মতিগতি তো ভালো ঠেকতেছে না। ঢালিউডের "গরীবের পুলা, বড়লুকের মাইয়া" রোগে ধরছে মনে হয়
তবে ছবিগুলো ঝাপসা হলেও মুখরোচক দেখাচ্ছে। ইয়াম ইয়াম!
আর আপনাদের সমস্যাটা কিতা? গভীর রাতে এসব লোভনীয় খাদ্যবস্তুর অশ্লীল তসবির উন্মোচন করতে শরম করে না?
৮ ০২-১১-২০১৩ ০০:১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন তার-ছেড়া-কাউয়া (০২-১১-২০১৩ ০০:১৪)
Re: গরীব ক্যামেরার ছবি
পাইছি। নাম পাইছি কালো উপরিভাগের তালের মতন ফলের নাম হচ্ছে ম্যাংগোস্টিন। এটা নাকি পৃথিবীর সবচেয়ে এক্সোটিক ফ্রুটের একটা। ক্যান্সার প্রিভেন্ট করে।
Re: গরীব ক্যামেরার ছবি
২, ৩ আর ৬ টা ভালো উঠেছে।
রাম্বুটান বাদে বাকিগুলো খাওয়া হয়নি। ধানমন্ডি আগোরা/মীনা বাজারেও পাওয়া যায়।
১১ ০২-১১-২০১৩ ০০:৩১ সর্বশেষ সম্পাদনা করেছেন বোরহান (০২-১১-২০১৩ ০০:৩৩)
Re: গরীব ক্যামেরার ছবি
ঈদের আগে ড্রাগন ফল রাস্তার ধার থেকে কিনে খেয়েছি, ১৩০ টাকা কেজি নিয়েছিল। এত মজা লাগবে চিন্তা করি নাই আগে
Re: গরীব ক্যামেরার ছবি
এইসব পেটুক লোকেরা মস্ত খারাপ! এখুনি সুপার মার্কেটে গিয়ে কিনে নিয়ে আসতে মন চাচ্ছে
ইয়ে গরীব ছবির কথা শুনে সম্পূর্ণ ভিন্ন একটা গুপন কারণে হেসে উঠেছিলাম। ভাবলাম, শামীম ভাইকে দিয়ে কি উহা সম্ভব?