টপিকঃ উইন্ডোজ ৮.১ ফৃয সমস্যা ও সমাধান
উইন্ডোজ ৮.১ পৃভিউ ব্যবহার করছিলাম বেশ কয়েকমাস ধরে। সম্প্রতি RTM রিলিজ হলে কিছুদিন আগে অফিশিয়াল ভার্সনটা ইনস্টল করলাম। তার পর থেকেই ঘনঘন এক বিদঘুটে সমস্যায় পড়ছি। হঠাৎ বলা নেই কওয়া নেই র্যাণ্ডমলী সিস্টেম ফৃয হয়ে যাচ্ছে! সিস্টেম পুরোপুরি হ্যাংড হচ্ছে না - মাউস নড়াচড়া করা যাচ্ছে কোনোমতে, মনে হয় যেন কার্সরের ওপর সমগ্র বাংলাদেশ ১০ টন ওজন চাপিয়ে দেয়া হয়েছে। শুধু কার্সরই নড়াচড়া করছে, আর কোনো কিছুই কাজ করছে না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও কোনো পরিবর্তন নেই। অগত্যা পিসির রিসেট বাটন চেপে হার্ড রিবুট করতে হচ্ছে বারবার। রিবুট করার ঘন্টা কয়েক পরেই আবার সেই একই সমস্যা। অথচ পৃভিউ ভার্সনে এই সমস্যা কখনই হয় নি, ফাইনাল রিলিজে আপগ্রেড করার পর থেকেই ঝামেলার উদয়!
গুগল করে কারণ পাওয়া গেলো। ইতিমধ্যে বেশ কয়েকজন একই সমস্যা পেয়েছে। উইণ্ডোজ ৮ এ্যাপস্টোরের অটো-আপডেট নাকি এই ফৃযের কালপৃট! কিছুক্ষণ পরপর এ্যাপস আপডেট করতে গিয়ে পুরো সিস্টেম স্ট্যাচু বানিয়ে ফেলে।
সমাধানঃ এ্যাপস্টোরের অটো-আপডেট ডিজেবল করে দিনঃ
How to Disable Automatic Download of App Updates in Windows 8 Store
ওই টপিকের অপশন #২ বা #৩ ব্যবহার করে এ্যাপ আপডেট ডিজেবল করে দিন।
আমি অবশ্য পুরো এ্যাপস্টোরই ডিজেবল করে দিয়েছি (Group Policy Editor-এ খুঁজলে এই অপশন পাবেন। ওপরের #৩ দেখুন)
এছাড়া কন্ট্রোল প্যানেলে গিয়ে উইণ্ডোজের অটো-আপডেট ডিজেবল করে দিন (বরং কিছুদিন পরপর ম্যানুয়ালী আপডেট চেক করুন)।