টপিকঃ ওয়ার্ডে সঠিক সাইজের ও কোণের ত্রিভুজ, সামান্তরিক আঁকব কিভাবে?
এম এস ওয়ার্ডের কাজ গুলো নিয়ে খুব ঘাটাঘাটি করতে হচ্ছে। এক অফিসের কাজ, দুই আঙ্কের তার স্কুলের বাচ্চাদের জন্য নোট করতে দিল। মোটমুটি সবই পাইছি, কিন্তু এই জিনিস গুলো পারলাম না, তাই আপনাদের স্মরনাপন্ন হলাম।
একটি সামান্তরিক আঁকতে হবে, যার AB বাহু = CD বাহু = 3 সে.মি. এবং BC বাহু =AD বাহু =4 সে.মি.।
<ABC = <ADC = 60 ডিগ্রি,
এবং <BAD = <BCD = 120 ডিগ্রি।
এই চিত্র ওয়ার্ডে কিভাবে আকি? একটু হেল্প করুন।
mobile diye likhlam, bhul hote pare.