টপিকঃ গীতিকাব্য©℗
ধূসর রোমাঞ্চ [ শাকির মাহমুদ সুমন ]©℗
২৭-০৫-২০১৩
কল্পনার জ্যোৎস্নাতে হাঁটছি দু’জন
তারার পানে চেয়ে থাকি নীরব দু’জনে ।
এভাবেই যেন কেটে যায় সারাটা জীবন,
মনের আকাশ মেঘে ভেসে বেড়াই সারাক্ষণ ।
অজানা পথে ছুটে গিয়ে হারিয়ে ফেলি তরণ,
অদূরে ফিরে দেখি চেনা রোমাঞ্চের সম্মিলনে;
বিদায়ী বসন্তবিলাসে স্বাগত গ্রীষ্মের প্রখর অবলোকন,
বৈশাখী ঝড়ের আগ্রাসে দিয়ে গেলে বর্ষার বর্ষণ ।
গাঢ আঁধারে শুনি শোক পোষাকে আবেগের চলন,
নিদ্রাহীন আবেশে স্বপ্নকন্যা ডুবে যায় বিষণ্ণ অবসানে ।
মোহের আচ্ছন্নে চিরচেনা প্রিয় মানুষটির শরীরের ঘ্রাণ,
অন্তিম প্রহরগুলো অবাক স্নেহের নীরে ফিরে পায় প্রাণ ।
ধ্বংস রাজ্যের দানব আর মায়ালোকের পরীর অনাহূত মিলন,
রোমাঞ্চের ধূসর মঞ্চে নীরবে হারায় সবার মনন ।।
অন্ধকার পৃথিবীতে তবুও জাগে আবার নিভুপ্রায় আশা,
নতুন প্রতীক্ষার আঁধার আলোতে খেলে মায়াবিনীর ভালোবাসা ।।
- শা . মা . সু