ছায়ামানব লিখেছেন:কাজের টিউটোরিয়াল। ধন্যবাদ উইথ সম্মাননা 
আরণ্যক লিখেছেন:দুর্দান্ত টিউটোরিয়াল।
এনিমেশনের মাধ্যমে উপস্থাপনও দারুন হয়েছে। 
ধন্যবাদ। এনিমেশনে করলে সুবিধা হচ্ছে একটা ইমেজ ফাইলেই সব থাকে। ফলে ব্যবহারকারীকে অতগুলো স্ক্রিনশট সহ টেক্সট সেভ করার বদলে একটা gif ফাইল সেভ করলেই হয়।
সেজান লিখেছেন:শামীম ভাই এখনও তো সেই পরিমানে গিম্পের ব্যবহারকারীর সংখ্যা বাড়েনি তাই বলে যে সামনে এর ব্যবহারকারীর সংখ্যা বাড়বে না তা বলছিনা।এখন অনেকে গিম্প ব্যবহারে আগ্রহী হচ্ছেন(বিশেষ করে যারা পাইরেটেড সফটওয়্যারের ব্যবহারে আগ্রহী না)। ফ্রি এবং ওপেনসোর্স সফটওয়্যার হিসেবে আমিও অনেককে গিম্প ব্যবহার করতে বলি কিন্ত খুব একটা কাজ হয় বলে মনে হয় না।
তবে ভাই আপনার গিম্পের টিউটোরিয়ালগুলো আমার বেশ ভাল লাগে
। এনিমেশন এর মাধ্যমে টিউটোরিয়াল উপস্থাপন আরও বেশ ভাল লেগেছে।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আগে লিনাক্স এবং ওপেন সোর্সের অ্যাডভোকেসি করতাম এগ্রেসিভ ভাবে। এখন বাদ দিয়েছি। মানুষের মধ্যকার শুভবোধের উপর বিশ্বাস রাখছি। উদাহরণ না দেখলে মানুষ ভরসা পায় না, ফলে আগ্রহী হয় না। কাউকে বলতে হলে আগে তো দেখাতে হবে। তাই প্রচারের পাশাপাশি দেখানোর মত যথেষ্ট পরিমান উপাদান তৈরী করা জরুরী মনে হয়েছে। তাই এখন নিজের যাবতীয় বনের মোষ তাড়ানো এনার্জি উদাহরণ সৃষ্টির জন্য বরাদ্দ করেছি।
যাঁরা প্রফেশনাল, তাঁদের বিশেষায়িত কাজের জন্য দামী সফটওয়্যার প্রয়োজন হতেই পারে। কিন্তু এমন অনেক সাধারণ কাজ আছে যেগুলোর জন্য আসলে অত খরচ কিংবা পাইরেসীর অপবাদের দায় মাথায় নেয়া আবশ্যম্ভাবী নয়। আমি এর আগে লিব্রে ক্যাডের স্ক্রিনকাস্ট টিউটোরিয়াল বানিয়েছি --- আমার নিজের প্রফেশনাল কাজ পর্যন্ত আমি সেই ফ্রী এবং কমজোরি লিব্রে ক্যাড দিয়ে করে অতিরিক্ত উপার্জন করেছি -- যা ঐ টিউটো দুইটিতে না দেখালে কেউ হয়তো সহজে বিশ্বাসই করতো না। ঐ টিউটোরিয়াল যাদেরকে দেখিয়েছি তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক দেখলাম এটার প্রতি আগ্রহী হয়েছে।
খুব শিগগিরিই লিব্রে অফিস দিয়ে স্ক্রিনকাস্ট টিউটোরিয়াল বানাবো। কারো উপকার না হলেও ওগুলো দিয়ে আমার নিজের থিসিস স্টুডেন্টের সাথে এতে কম ভ্যাজর ভ্যাজর করা লাগবে।
আরও কিছু পুরাপুরি প্রফেশনাল কাজের উদাহরণ সৃস্টি হচ্ছে যা মানুষের কনফিডেন্স বৃদ্ধিতে কাজে লাগবে। থ্রি ডি মডেলিং-এ ব্লেন্ডারদেশ বেশ ভাল কাজ করেছে + বাংলা টিউটোরিয়াল তৈরী করেছে। এছাড়া ফ্রী ও ওপেনসোর্স GIS (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) সফটওয়্যার QGIS (কোয়ান্টাম জিআইএস) দিয়ে এবং একটা ফ্রী সিমুলেটর (Ghydraulics অ্যাড অন + EPAnet) দিয়ে প্রফেশনাল গ্রেডের ডিজাইন করিয়েছি ছাত্রদেরকে - চাকুরী বাজারে এই ধরণের কাজের বেশ দাম আছে।