Re: আবার দিগম্বর !!!!!বিরোধী দলের নেত্রীর দেহরক্ষিকে দিগম্বর
খুব বাজে অবস্থাতো।
Re: আবার দিগম্বর !!!!!বিরোধী দলের নেত্রীর দেহরক্ষিকে দিগম্বর
আমাকে কাছে ডাকে তোমার আকাশ,
জীবনের মোহনায় ডাকি সুন্দর আগামী
তখন পিপাসায় কাছে আসো তুমি...
Re: আবার দিগম্বর !!!!!বিরোধী দলের নেত্রীর দেহরক্ষিকে দিগম্বর
২৪, ২৫, ২৬ তারিখের পর মন্তব্য করবো, এখন কিছূ না বলাই ভালো
Re: আবার দিগম্বর !!!!!বিরোধী দলের নেত্রীর দেহরক্ষিকে দিগম্বর
আমি জানতাম উপরে ও নিচে দুইদিকেই খোলাকে দিগম্বর বলে। নিচের দিকে খুলেছিলো কি?
আমি ভুল জানতাম।
Re: আবার দিগম্বর !!!!!বিরোধী দলের নেত্রীর দেহরক্ষিকে দিগম্বর
এর মানে সামনে আরও অবস্থা আরও গুরুতর হবে।দেশটা যেভাবে দুদল নিজের সম্পত্তির মত টানা হেঁচড়া শুরু করেছে এত আমাদের মত ম্যাংগু পাবলিকের কি অবস্থা হয় তা একমাত্র উপরওয়ালাই জানে
Re: আবার দিগম্বর !!!!!বিরোধী দলের নেত্রীর দেহরক্ষিকে দিগম্বর
শিরোনামের সাথে পোষ্টের বিষয়বস্তুর মিল খুঁজে পেলাম না।
Re: আবার দিগম্বর !!!!!বিরোধী দলের নেত্রীর দেহরক্ষিকে দিগম্বর
Re: আবার দিগম্বর !!!!!বিরোধী দলের নেত্রীর দেহরক্ষিকে দিগম্বর
আমি এতো দিন CSF কে SSF এর মতো আর্মির সদস্য মনে করতাম। এখন তো দেখি এরা আমজনতা
Re: আবার দিগম্বর !!!!!বিরোধী দলের নেত্রীর দেহরক্ষিকে দিগম্বর
এটা কোন মতেই দিগম্বর নয়, অর্ধউলঙ্গ বলা যেতে পারে বড়জোর
Re: আবার দিগম্বর !!!!!বিরোধী দলের নেত্রীর দেহরক্ষিকে দিগম্বর
ছবিতে সংলাপ লাগালে জব্বর হতো। কিন্তু অন-লাইনে পুলিশ কে নিয়ে ফান করলে ৭ বছরের জেল তাই করলাম না।
Re: আবার দিগম্বর !!!!!বিরোধী দলের নেত্রীর দেহরক্ষিকে দিগম্বর
ওটা দিগম্বর হয় নি মোটেও। দিগম্বর শব্দের আভিধানিক মানে হল গিয়ে দশ দিক যার অম্বর বা আবরণ স্বরূপ। এখন দশদিক যার আবরণ হবে, তার অঙ্গে একটা সুতাও থাকার কথা না সেই হিসেবে উক্ত টানাহেঁচড়ার ব্যক্তিটি কোনোভাবেই দিগম্বর হন নি। বড়জোর অর্ধউলঙ্গ হয়েছেন বলা যায়। দিগম্বর হওয়া চাট্টিখানি কথা তো নয়
আমি কিছু দিগম্বরের পারফেক্ট উদাহরণ দিতে পারতাম, কিন্তু সঙ্গত কারণে দেয়া গেল না
আপনারা অবশ্য নিঞ্জাবসের কল্যাণে কিছু দিগম্বর দেখে থাকবেন হয়ত!
Re: আবার দিগম্বর !!!!!বিরোধী দলের নেত্রীর দেহরক্ষিকে দিগম্বর
Re: আবার দিগম্বর !!!!!বিরোধী দলের নেত্রীর দেহরক্ষিকে দিগম্বর
বাংলাদেশের রাজনীতিতে আমরা যেভাবে দূর্নীতি আর প্রতিহিংসা চরিতার্থ করার প্রতিযোগিতা দেখতে পাই, তাতে করে আগামীতে উদাসীন ভাইয়ের উল্লেখিত দিগম্বরের সংজ্ঞানুযায়ী খাটি দিগম্বরও হয়তো দেখা যেতে পারে।
বিএনপি এসে দূর্নীতি করে, পরবর্তীতে আওয়ামীলীগ এসে তার চেয়ে বেশি দূর্নীতি করে, তারপর বিএনপি এসে পূর্ববর্তী আওয়ামীলীগের চেয়ে বেশি করে, অতঃপর বিএনপি এসে আরো বেশি................
এভাবেই চলতে থাকে। হয়তো থাকবেও।
সেই হিসাবে এখন আওয়ামীলীগের পুলিশ শার্ট, স্যান্ডো গেঞ্জি খুলে নিচ্ছে। পরবর্তীতে হয়তে দেখা যাবে বিএনপির পুলিশ প্যান্ট, আন্ডারওয়্যার খুলে নিচ্ছে।
অবশেষে আগামী দশকে অথবা কয়েক দশকে হয়তো দেখা যাবে নেতা-নেত্রীবৃন্দ(!) আন্দোলনে নামলে আর জামাকাপড় পরার প্রয়োজন বোধ করবে না। শুধু শুধু উচ্চমূল্যে ক্রয়কৃত পরিধেয় বস্ত্রগুলো পুলিশ দিয়ে ছিড়িয়ে লাভ কি! বাসায় থাকলেই বরং অক্ষত থাকবে।