টপিকঃ চোখ চুলকানো

চোখ চুলকানো, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া,চোখের ভেতর কিছু ময়লা পড়েছে এমন বোধ হওয়া এটা কি ধরনের প্রব্লেম। আমি চশমা পরি।আমি কোন ড্রপ ব্যবহার করতে পারি??

Re: চোখ চুলকানো

ভাল হয় আপনি ডক্টরের পরামর্শ নিন, চোখ পরীক্ষা করে ডক্টরই ভাল সল্যুশন দিতে পারবেন smile

ন্যাচারালী কুলড ওয়াটার দিয়ে চোখ বারবার ধূয়ে দেখতে পারেন  smile

Re: চোখ চুলকানো

আপনি ডক্টরের পরামর্শ নিন ..............

সর্বশেষ সম্পাদনা করেছেন ভালোবাসার কোড (২২-১০-২০১৩ ১৮:২৩)

Re: চোখ চুলকানো

Re: চোখ চুলকানো

গুরুতর সমস্যা হতে পারে। এ ধরনের সমস্যা আমার আগে হতো, জাস্ট ঘুম থেকে উঠার পর। ডাক্তার একটা ড্রপ দিয়েছিলেন। সুতরাং দেরি না করে ডাক্তার দেখান।