১ ২২-১০-২০১৩ ০৭:৫৫ সর্বশেষ সম্পাদনা করেছেন জাহিদ সুমন (২৯-১০-২০১৩ ১১:৪৫)
২ ২২-১০-২০১৩ ১০:১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন অরিহন্ত (২৬-১০-২০১৩ ২১:২৮)
Re: লিনাক্স সাপোর্টেড প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদির তালিকা শেয়ার
ENJOY AS U LIKE IT
৩ ২২-১০-২০১৩ ১৩:১০ সর্বশেষ সম্পাদনা করেছেন আরিফ হাসান (২২-১০-২০১৩ ১৩:১২)
Re: লিনাক্স সাপোর্টেড প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদির তালিকা শেয়ার
১. ডিভাইস - মডেম
কোম্পানি - ZTE
মডেল - MF180
পরীক্ষিত ডিস্ট্রোসমূহ - লিনাক্স মিন্ট, উবুন্টু। (৩/৪ বছরের মধ্যে প্রায় সব এডিশন)
ডিটেকশন - অটোমেটিক
নির্দিষ্ট কোন ড্রাইভার/সফট/প্যাকেজ প্রয়োজন কিনা?- না
২। ডিভাইস - প্রিন্টার
কোম্পানী - স্যামসাং
মডেল - ML-1665 (মনো লেজার)
পরীক্ষিত ডিস্ট্রোসমূহ - লিনাক্স মিন্ট, উবুন্টু। (গত ৩/৪ বছরের মধ্যে প্রায় সব এডিশন)
ডিটেকশন - অটোমেটিক
নির্দিষ্ট কোন ড্রাইভার/সফট/প্যাকেজ প্রয়োজন কিনা?- না
৩। ডিভাইস - স্ক্যানার
কোম্পানী - ক্যানন
মডেল - LiDE25, LiDE110
পরীক্ষিত ডিস্ট্রোসমূহ - লিনাক্স মিন্ট, উবুন্টু। (গত ৩/৪ বছরের মধ্যে প্রায় সব এডিশন)
ডিটেকশন - অটোমেটিক
নির্দিষ্ট কোন ড্রাইভার/সফট/প্যাকেজ প্রয়োজন কিনা?- না
Re: লিনাক্স সাপোর্টেড প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদির তালিকা শেয়ার
আমি গতকাল ভাবছিলাম যে লিনাক্স সাপোর্টেড হার্ডওয়ার/ল্যাপটপ মডেলগুলোর তালিকা বানাবো
৫ ২২-১০-২০১৩ ২২:৫১ সর্বশেষ সম্পাদনা করেছেন জাহিদ সুমন (২৭-১০-২০১৩ ০৫:৪৮)
Re: লিনাক্স সাপোর্টেড প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদির তালিকা শেয়ার
আমি বেশ চিন্তাভাবনার পর এ পোস্টটি করেছি। ইন্টারন্যাশনাল সাইটগুলিতে যে মডেলগুলির উল্লেখ থাকে তার বেশিরভাগ আমাদের মার্কেটে সহজলভ্য নয়। তাই আমরা নিজেরা আমাদের জন্য এগিয়ে এলে সবথেকে ভাল হয়। তাছাড়া কম্পিউটার দোকানিরা লিনাক্স নিয়ে খুব কম জানে।এ জন্য কেনার আগে কোন মডেল লিনাক্সে সবথেকে ভাল চলবে সেটি জানা থাকলে পরে ভোগান্তির স্বীকার হতে হয় না।
৭ ২৬-১০-২০১৩ ১৮:৩৯ সর্বশেষ সম্পাদনা করেছেন জাহিদ সুমন (২৬-১০-২০১৩ ১৮:৪১)
Re: লিনাক্স সাপোর্টেড প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদির তালিকা শেয়ার
রিং ভাই, অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান অভিজ্ঞতা অনেক কাজে লাগবে। লিনাক্স সাপোর্টেড ডিভাইসের মডেল যা আমাদের মার্কেটে পাওয়া যায় তার তালিকা থাকলে পরে আফসোস করা লাগে না। আমার নিজের 2/3টি মডেমের টাকা নষ্ট হয়েছে শুধুমাত্র এ কারনে। আশা করি অন্যেরা এ সমস্যার হাত থেকে রেহাই পাবেন। রিং ভাই, ক্যানোন 3300 মডেল ও আরেকটি ক্যানোন মডেল প্রিন্টার ড্রাইভার ইনস্টলের পর ডিটেক্ট হয় লিনাক্সে কিন্তু প্রিন্ট কমান্ড দিলে সাইলেন্ট অর্থাৎ কোন কাজ করেনা। কোন সমাধান থাকলে জানাবেন প্লিজ।
Re: লিনাক্স সাপোর্টেড প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদির তালিকা শেয়ার
পোস্ট টা স্টিকি করা হোক, যাতে করে সহজেই নতুন লিনাক্স ব্যবহারকারীগণ এই পোস্ট দেখতে পান, ধন্যবাদ।
ENJOY AS U LIKE IT
১০ ২৭-১০-২০১৩ ০৬:০২ সর্বশেষ সম্পাদনা করেছেন জাহিদ সুমন (২৭-১০-২০১৩ ০৬:২৯)
Re: লিনাক্স সাপোর্টেড প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদির তালিকা শেয়ার
ধন্যবাদ রিং ভাই তথ্যটি জানানোর জন্য।
আরেকটি প্রশ্ন- আচ্ছা CAPT Driver কি প্রিন্ট কনফিগারেশন অপশন থেকে নেক্সট নেক্সট ক্লিক করে ইনস্টল করলেই হবে নাকি কমান্ড লাইনে ইনস্টল করতে হবে?
পোস্টটি স্টিকি করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।
Re: লিনাক্স সাপোর্টেড প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদির তালিকা শেয়ার
আরেকটি প্রিন্টার মডেল কাজ করাতে পেরেছি।
৫. ডিভাইস - প্রিন্টার
কোম্পানি - Canon
মডেল - 6750dn
পরীক্ষিত ডিস্ট্রোসমূহ - কুবুন্টু ১২.০৪
ডিটেকশন - Manual
নির্দিষ্ট কোন ড্রাইভার/সফট/প্যাকেজ প্রয়োজন কিনা?- CANON CAPT Driver 2.60