টপিকঃ মায়াবী

চোখ বুজলেই তাকে দেখি, চোখ মেললেই নাই
মেঘের দেশে বসে আছে স্বপ্নে খুঁজে পাই
বিষন্ব এক দৃষ্টে সে চেয়ে আছে
তার চেয়ে দামী কিছু নেই আমার কাছে
কখনো সে দাঁড়িয়ে, কখনো হাসি মাখা
ঠোটের কোণে রোদের ঝিলিক, একটুখানি ফাঁকা
তার মিষ্টি মূখটা হৃদয়ে আমার আঁকা
তার জন্যই আমার প্রেমের সবটুকু জমিয়ে রাখা

যখন আমি বসে থাকি আনমনে একা
তখনই সে আমার সামনে দেয় এসে দেখা
আমি যখন কথা বলি তার শুধু হাসি পায়
আমি তাকে ছুঁতে গেলেই সে কোথায় হারিয়ে যায়
আবার সে রাতে আসে গাঁঢ় অন্ধকারে
আমার সাথে লুকোচুরি খেলতে বারে বারে
জলের বুকেও দেয় সে দেখা এবং আকাশের মেঘে
আবার সে চলেও যায় তীব্র ঘোড়ার বেগে

মেয়ে মেয়ে মেয়ে তুমি থাক আমার পাশে
এমনটা শুধু আমার তোমায় ভালবাসে
তুমি কেন দাওনা ধরা স্বপ্ন পুরীর রানি
একটি বার ছুঁতে চাই আমি তোমার অঙ্গখানি
তোমার বিনিময়ে কেউ যদি করে সবকিছু আমার দাবী
মেনে নেব এক মুহুর্তে তুমি কি আমার হবে মায়াবী ????

Re: মায়াবী

দারুণ হয়েছে clap

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মায়াবী

Re: মায়াবী

সুন্দর হইছে

Re: মায়াবী

দারুণ হয়েছে  thumbs_up thumbs_up thumbs_up

Re: মায়াবী

Re: মায়াবী

প্রেম রোগ মহা রোগ,
নিস্তার নাই,
পস্তাবা খাইলেও,
লাড্ডুটা ভাই!  kidding

ছড়াবাজ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মায়াবী

Re: মায়াবী

ভালো হয়েছে।

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।

১০

Re: মায়াবী

১১

Re: মায়াবী

বিরাট পেরমিক!  thumbs_up

ভেতরে  বাইরে আগুন
তবু এ হৃদয় বড় উচাটন
কখন আসবে ফাগুন

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: মায়াবী