টপিকঃ লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

আপনাদের স কলের অবশ্যই জানা আছে আওয়ামী লীগের সেই লগী বৈঠার আন্দোলনের কথা | তাঁরপর আওয়ামী লীগকে অনেক আলোচনা সমালোচনার ঝড় অতিবাহিত করতে হয়েছে |গগণতান্ত্রিক দেশে কখনো লগী বৈঠা দিয়ে ক্ষমতা দখল করা যায় না এটা সুধীজনের কথা | এই সমস্ত কথার জন্যই নাকি আওয়ামী লীগের জনপ্রিয়তায় ধস নেমেছিলো  | কিন্তু সাম্প্রতিক বিএনপি যে ধরনের হুমকি ধামকি সরকারকে দিয়ে চলেছে তা লগী বৈঠাকে অবশ্যই হার মানাবে | গত ১৪ই অক্টোবর ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাদেক হোসেন খোকা সরকার পতনের জন্য বিএনপির নেতা কর্মীদের দা কোড়াল বল্লম নিয়ে আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন | যে আন্দোলন হবে অত্যন্ত নির্মম ও ধংসাত্তক | তাই সামনে নির্বাচনকে ঘিরে এইরকম ধংসাত্তক কর্ম কান্ড চালালে জনপ্রিয়তা কতটা বাড়বে সেই কথাটা বিএনপি নেতাদের ভেবে দেখা দরকার | এই ধরনের অস্র কাদের উপর ব্যবহার করা হবে  | কিছু দিন আগে বিশ্বজিতকে ঘীরে যে ইতিহাস হয়েগেল , বিএনপির আনন্দোলনে কি এই রকম সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না ? যদি তাই হয় তবে তার জন্য দায়ী বিএনপি নেতা সাদেক হোসেন খোকা |

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

এনাদের মাঠে নামার আগেই জেলে ঢুকানো হবে।

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

কয়দিন জেলে রাখবে? যারা এই সব ঘা্ড় ত্যারামো করেছে তারাই ধরা খেয়েছে। ওনাদের পত্রিকা জরিপ করেছে ৫৫% আর ৩৫% , দেশের ৮৫  ভাগ লোক চায় ফ্রি ফেয়ার লেবেল প্লেইং ভোট।

মানে ব্যাপার টা হলো, গ্যান্জাম পাকায়ে যে কদিন বেশি থাকা যায় আর কি। ভোটেরও ত একটা খরচ আছে।সেটা জনগনের কাছ থেকে তুলতে হবে না?

এই আন্দোলনে ১০০% সমর্থন।

I am not far, but alone. Like a pair of rail tracks in winter morning.............

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

সহিংস কোন আন্দোলনকেই সমর্থন জানাতে পারিনা। হউক সেটা লীগের বা বিএনপি'র।

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

যারা সহিংস আন্দোলনে ১০০% সর্মথন দেয় তাদের কাছে মানুষের জান মাল ও গণতন্ত্র নিরাপদ নয় | এই ধরনের সর্মথনের কারনে আপনাদের জনমত ১০%এ নেমেছে  কিনা  পুনরায় জরীপ করে দেখুন |

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

সহিংস কোন আন্দোলনেই নীতিগতভাবে সমর্থন দেওয়া সম্ভব না। কিন্তু সরকারী পেটোয়া যদি শান্তিপূর্ন কর্মসূচীতে বাধা দেয় তাহলে বিরোধীদলের উচিত হবে সমুচিত জবাব দেওয়া।

এখন প্রশ্ন হলো শান্তিপূর্ন কর্মসূচী কি?

উত্তর হচ্ছে- বিরোধীদলের কোন কর্মসূচী-ই সরকারের কাছে শান্তিপূর্ন নয়। বিরোধীদলের যে কোন কর্মসূচী-ই সরকারের জন্য অশান্তির কারণ। সেটা মিছিল-ই হোক, আর মানববন্ধন-ই হোক।

এসো বাংলাকে গড়ি, বাংলাকে করি সুউচ্চ, সুমহান.........................

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

১০

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।

১১

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

তারা হরতাল করলে জনদাবি আর অন্যদল করলে ?
তারা গাড়িতে আগুন দিয়ে মানুষ মারলে আন্দোলন আর অন্যদল করলে ?
তারা টাকার বস্তা সহ ধরা খেলে <> আর অন্য দল করলে?
তারা দুর্নীতি করলে দেশপ্রেমিক আর অন্যদল করলে?
তারা তত্বাবধায়ক সরকারের নামে মানুষ মারলে গনদাবি আর অন্যদল করলে?
তারা প্রকাশ্যে লাঠি লগির কথা বল্লে () আর অন্যদল বল্লে?
তারা জনতার মঞ্চ করলে জনতার জয় আর অন্যদল মতিঝিলে রাত্রী যাপন করতে গেলে?

১২

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।

১৩

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

একবার লগিবৈঠ আর একবার দা কুড়াল,মনে হয় এই যুদ্ধ যুদ্ধভাব চলতেই থাকবে।

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

১৪

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

১৫

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

এসো বাংলাকে গড়ি, বাংলাকে করি সুউচ্চ, সুমহান.........................

১৬

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***

জানি আছো হাত-ছোঁয়া নাগালে
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (২৫-১০-২০১৩ ১৬:৫২)

Re: লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***