টপিকঃ লগী বৈঠার জবাবে দা কোড়াল ও বল্লম***
আপনাদের স কলের অবশ্যই জানা আছে আওয়ামী লীগের সেই লগী বৈঠার আন্দোলনের কথা | তাঁরপর আওয়ামী লীগকে অনেক আলোচনা সমালোচনার ঝড় অতিবাহিত করতে হয়েছে |গগণতান্ত্রিক দেশে কখনো লগী বৈঠা দিয়ে ক্ষমতা দখল করা যায় না এটা সুধীজনের কথা | এই সমস্ত কথার জন্যই নাকি আওয়ামী লীগের জনপ্রিয়তায় ধস নেমেছিলো | কিন্তু সাম্প্রতিক বিএনপি যে ধরনের হুমকি ধামকি সরকারকে দিয়ে চলেছে তা লগী বৈঠাকে অবশ্যই হার মানাবে | গত ১৪ই অক্টোবর ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাদেক হোসেন খোকা সরকার পতনের জন্য বিএনপির নেতা কর্মীদের দা কোড়াল বল্লম নিয়ে আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন | যে আন্দোলন হবে অত্যন্ত নির্মম ও ধংসাত্তক | তাই সামনে নির্বাচনকে ঘিরে এইরকম ধংসাত্তক কর্ম কান্ড চালালে জনপ্রিয়তা কতটা বাড়বে সেই কথাটা বিএনপি নেতাদের ভেবে দেখা দরকার | এই ধরনের অস্র কাদের উপর ব্যবহার করা হবে | কিছু দিন আগে বিশ্বজিতকে ঘীরে যে ইতিহাস হয়েগেল , বিএনপির আনন্দোলনে কি এই রকম সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না ? যদি তাই হয় তবে তার জন্য দায়ী বিএনপি নেতা সাদেক হোসেন খোকা |