টপিকঃ ADSL রাউটারে লোকাল ব্রডব্যান্ড চালাতে চাই; কিভাবে?

আমার TP-Link এর ADSL Router আছে। কিন্তু আমি ফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট চালাতে চাই না। লোকাল ব্রডব্যান্ডের নেট এই ADSL Router দিয়ে শেয়ার করতে চাই। সেটা কি সম্ভব? নাকি নতুন নরম্যাল রাউটার কেনা লাগবে?

যদি সম্ভব হয় তাহলে কীভাবে করব?

Re: ADSL রাউটারে লোকাল ব্রডব্যান্ড চালাতে চাই; কিভাবে?

Yes possible in your router (which one I wanted to buy tongue). Plug in the Local  Cable on WAN Port (Possibly marked W or Just 1.). However You'll only have 3 LAN Port after this.

Sorry for English Sarim Vai's Avro doesn't work anymore hmm

আরাফাত জাহান কুয়াশা'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: ADSL রাউটারে লোকাল ব্রডব্যান্ড চালাতে চাই; কিভাবে?

যদি WAN পোর্ট থাকে তাহলে সরাসরি ব্যবহার করতে পারবেন। আমার TD-8840T রাউটারে WAN নাই।

তবে ৪টা LAN পোর্ট আছে। ওগুলো সুইচ হিসাবে ব্যবহার করে কানেক্ট করতে পারেন কিনা দেখুন। ১টা পোর্টে ব্রডব্যাণ্ড কেবল লাগান, অপর পোর্টে পিসি কানেক্ট করে দেখুন। সম্ভবতঃ রাউটারের কন্ট্রোল প্যানেলে ঢুকে ip, netmask ইত্যাদি কনফিগার করতে হবে  thinking

Calm... like a bomb.

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফ দি বস ৭ (১৪-১০-২০১৩ ২০:২৭)

Re: ADSL রাউটারে লোকাল ব্রডব্যান্ড চালাতে চাই; কিভাবে?

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১৫-১০-২০১৩ ১৯:০৪)

Re: ADSL রাউটারে লোকাল ব্রডব্যান্ড চালাতে চাই; কিভাবে?

রাউটারের LAN সেটাপে এগুলো কনফিগার করতে হবে। ব্রডব্যাণ্ড প্রোভাইডারের দেয়া নেটওয়ার্ক কনফিগারেশন ব্যবহার করে রাউটারের LAN কনফিগার করুন। ব্রডব্যাণ্ডের কেবলটা LAN পোর্টে ঢুকবে। DHCP ডিজেবল করুন। প্রতিটি পোর্টে স্ট্যাটিক আইপি দিন।

এক্সপেরিমেণ্ট করুন।

Calm... like a bomb.

Re: ADSL রাউটারে লোকাল ব্রডব্যান্ড চালাতে চাই; কিভাবে?

সম্ভবত DHCP সার্ভার ডিজ্যাবল করলেই হওয়ার কথা।

/*The Divinity-The Madness-The Silence*/

আশিক৭২'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত