টপিকঃ ADSL রাউটারে লোকাল ব্রডব্যান্ড চালাতে চাই; কিভাবে?
আমার TP-Link এর ADSL Router আছে। কিন্তু আমি ফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট চালাতে চাই না। লোকাল ব্রডব্যান্ডের নেট এই ADSL Router দিয়ে শেয়ার করতে চাই। সেটা কি সম্ভব? নাকি নতুন নরম্যাল রাউটার কেনা লাগবে?
যদি সম্ভব হয় তাহলে কীভাবে করব?