টপিকঃ উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা
লুমিয়া / উইন্ডোজ ফোন সম্পর্কিত পোষ্ট গুলো সরিয়ে এনে আলাদা টপিকে রাখা হলো
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা
লুমিয়া / উইন্ডোজ ফোন সম্পর্কিত পোষ্ট গুলো সরিয়ে এনে আলাদা টপিকে রাখা হলো
একখানা নোকিয়া লুমিয়া ৭২০ কিনে আনলুম সাথে ৩২ গিগা মেমরি কার্ড
একখানা নোকিয়া লুমিয়া ৭২০ কিনে আনলুম
সাথে ৩২ গিগা মেমরি কার্ড
নকিয়ার দিন আসে?
বোরহান লিখেছেন:একখানা নোকিয়া লুমিয়া ৭২০ কিনে আনলুম
সাথে ৩২ গিগা মেমরি কার্ড
নকিয়ার দিন আছে?
সত্যি কথা বলতে কি, ঈদের আগে একটা স্মার্টফোন কিনব বলে মনস্থ করেছিলাম। মেহেদী ৮৩ ভাইয়ের লুমিয়া সম্পর্কিত টপিক দেখেই আমার নোকিয়া তথা উইন্ডোজ ফোন কেনার খায়েস জাগে।
সো ফার জোস লাগতেছে ব্যবহার করতে, সিম্পল এন্ড এলিগ্যান্ট
সেভারাস লিখেছেন:নকিয়ার দিন আছে?
সত্যি কথা বলতে কি, ঈদের আগে একটা স্মার্টফোন কিনব বলে মনস্থ করেছিলাম। মেহেদী ৮৩ ভাইয়ের লুমিয়া সম্পর্কিত টপিক দেখেই আমার নোকিয়া তথা উইন্ডোজ ফোন কেনার খায়েস জাগে।
সো ফার জোস লাগতেছে ব্যবহার করতে, সিম্পল এন্ড এলিগ্যান্ট
মেহেদী৮৩ ভাই আমাকেও 720 কিনাইসে
for Nekro
নতুন সাইকেলের জন্য অভিনন্দন!
for Lumia 720. But এন্ড্রয়েডের যুগে WP এর সাথে কতটুকু মানাতে পারবেন তা বলতে পারতেছি না। মেহেদী ভাইয়ের মত অল্প কিছু জিনিস ইউজ করবে, সবাই এমন পাব্লিক না।
for মেরাজ০৭. নতুন সাইকেলের জন্য অভিনন্দন!
অট: আপনার কালার চয়েস তো দেখি মারাত্নক। আগেরবার কিনলেন কমলা, এবার দেখি পিংক আর লালের মাঝামাঝি
পুরাই! চোখ ঝলসানো কালার মায়াদের তাকাতেই হবে
একখানা নোকিয়া লুমিয়া ৭২০ কিনে আনলুম
মেহেদী৮৩ ভাই আমাকেও 720 কিনাইসে
Galaxy S Duso কিনলাম
৩ জনকেই অভিনন্দন।
৭২০ নিয়ে বলার কিছু নাই, যারা কিনে ফেলেছেন, তারা অলরেডী এটার প্রস&কন জেনে গেছেন আশা রাখি।
আজকে দেখলাম কোডারভাবীও ৭২০ কিনার ব্যাপারে অনেক ইন্টারেস্টেড, কিনেই ফেলবেন হয়তো।
বসুন্ধরা সিটির ৪র্থ ফ্লোর থেকে কিনেছি, দাম রেখেছে ২০৯০০ টাকা, ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে।
পাক্কা ৩ হাজার টাকা কম ? দাম কমে গেল এর মধ্যে নাকি লাগেজ সিরিজ ? ওয়ারেন্টি দিবে কে ? লোকাল ভেন্ডর নাকি নোকিয়া ? এনিওয়ে, ১ বছরের মধ্যে মাথা ঘামাতে হবে বলে মনেও হয় না। Amber এ আপগ্রেড করেছেন ?
P.S. Lumia 720 খোদ নোকিয়ার চোখেই বেস্ট ডিজাইন ওয়ালা ফোন।
আরণ্যক লিখেছেন:কত নিল? কোথা থেকে কিনলেন?
নোকিয়া সেন্টারে দাম ২৪ হাজার টাকা (১ টাকা কম), সাথের হেডফোনটা অবশ্য বের করার সাথে সাথেই যে কেউ ফেলে দিবে। আমার আগেই UE200 ছিল বলে বেচে গেছি, নাহয়ে হেডফোনের জন্য আলাদা বাজেট রাখেন।
হৃদয়১ দাও কি ৭২০ নাকি ??? ফোরামে ইউনিক এক পিস উইন্ডোজ ফোন (প্লাস ইউনিক ৭২০ ইউজার ছিলাম), গেল স্ট্যাটাসটাই ধুয়ে।
![]()
ইনভার ভাইয়ের এক্সপেরিয়েন্স কেমন ?
UE 200 কত দিয়ে নিয়েছেন?কেমন performance?mic ase?কত বছর ধরে ব্যাবহার করছেন?
UE 200 কত দিয়ে নিয়েছেন?কেমন performance?mic ase?কত বছর ধরে ব্যাবহার করছেন?
১৬০০ টাকা দিয়ে কিনেছিলাম আগের স্যামসাং কেনার পর। সে হিসেবে বয়স হলো সাড়ে ৩ বছর। আমারটায় মাইক্রোফোন নাই। এখন মার্কেটে ৩টা মডেল পাওয়া যায় ২০০ এর। ১৯০০ টাকার মত মিনিমামটা। মাইক্রোফোন ছাড়াটা ১৫০০ সামথিংই হবে। কোয়ালিটি বেশ ভাল। সাথে ৫ জোড়া ইয়ারবাড দেয়, একটা ক্যারিং বক্স। ১ বছর ওয়ারেন্টি।
পাক্কা ৩ হাজার টাকা কম ? দাম কমে গেল এর মধ্যে নাকি লাগেজ সিরিজ ? ওয়ারেন্টি দিবে কে ? লোকাল ভেন্ডর নাকি নোকিয়া ?
এনিওয়ে, ১ বছরের মধ্যে মাথা ঘামাতে হবে বলে মনেও হয় না। Amber এ আপগ্রেড করেছেন ?
P.S. Lumia 720 খোদ নোকিয়ার চোখেই বেস্ট ডিজাইন ওয়ালা ফোন।
ওয়ারেন্টি ওরাই দিবে, নোকিয়া না।
এ্যাম্বার আপগ্রেড কত মেগাবাইটের মত? এদিকে এম্বার আপডেট ছাড়া এফ এম রেডিও পাচ্ছে না।
এ্যাম্বার আপগ্রেড কত মেগাবাইটের মত? এদিকে এম্বার আপডেট ছাড়া এফ এম রেডিও পাচ্ছে না।
কত মেগা শিওর না, তবে কয়েকশ মেগাবাইটের মত হতে পারে, আমি পুরা রম নামিয়ে ম্যানুয়ালি ফ্লাশ করেছিলাম, ১.৩৬ গিগা রম সাইজ।
এম্বারে মেলা কিছু ইমপ্রুভমেন্ট আছে। এফএম শুনিনা
গ্লান্স স্ক্রীনটা বেশী জোশ লাগে আমার। কল ব্লক + ডাটা সেন্স + কালার প্রোফাইল + স্টোরেজ চেক নতুন ফীচার। সবগুলাই কাজের।
বাই দ্যা ওয়ে, লাইভ মেইল একাউন্ট আর ফোনের রিজিয়ন সেটিংস US এ রাখিয়েন, না হলে কিন্তু এ্যাপ লিমিটে পড়বেন। মিউজিক স্টোর পাবেন না, বিং ভিশনে সাউন্ড ট্রাকার পাবেন না।
বাইদ্যাওয়ে, বিং ভিশন ট্রাই করেছেন ?
সাথে জিপির সিম হলে জিপি এক্সক্লুসিভ এ্যাপ কর্নার পাবেন।
@বোরহানঃ আমারটা নোকিয়ার অফিশিয়াল চ্যানেল থেকেই কিনেছিলাম। ওটাতে এ্যাম্বার আপডেট সম্ভবতঃ পৃ-ইনস্টলডই ছিলো। আপনার ফার্মওয়্যার ভার্সন কত? (Settings > About) আমারটাঃ
OS: 8.0.10211.204
FW: 1030.6409.1311.0002
নোকিয়ার কোন এক সাইটে ভার্সন চেক করেছিলাম। সাউথ-ঈস্ট এশিয়ায় তখন এটাই লেটেস্ট ভার্সন ছিলো (মাস খানেক আগের কথা)।
@মেহেদী৮৩: এক্সপেরিয়েন্স মোটামুটি পজিটিভ। এ ব্যাপারে পরে বিস্তারিত লিখবো।
পিএসঃ লুমিয়া সংক্রান্ত পোস্টগুলো মূল টপিকে নিয়ে গেলে ভালো হয়।
একখানা নোকিয়া লুমিয়া ৭২০ কিনে আনলুম
সাথে ৩২ গিগা মেমরি কার্ড
কত নিল? কোথা থেকে কিনলেন?
কত নিল? কোথা থেকে কিনলেন?
নোকিয়া সেন্টারে দাম ২৪ হাজার টাকা (১ টাকা কম), সাথের হেডফোনটা অবশ্য বের করার সাথে সাথেই যে কেউ ফেলে দিবে। আমার আগেই UE200 ছিল বলে বেচে গেছি, নাহয়ে হেডফোনের জন্য আলাদা বাজেট রাখেন।
হৃদয়১ দাও কি ৭২০ নাকি ??? ফোরামে ইউনিক এক পিস উইন্ডোজ ফোন (প্লাস ইউনিক ৭২০ ইউজার ছিলাম), গেল স্ট্যাটাসটাই ধুয়ে।
ইনভার ভাইয়ের এক্সপেরিয়েন্স কেমন ?
হ্যাঁ, ৭২০ ই নিলাম। ব্যবহার করে বেশ ভালোই লাগছে
বোরহান লিখেছেন:একখানা নোকিয়া লুমিয়া ৭২০ কিনে আনলুম
সাথে ৩২ গিগা মেমরি কার্ড
কত নিল? কোথা থেকে কিনলেন?
বসুন্ধরা সিটির ৪র্থ ফ্লোর থেকে কিনেছি, দাম রেখেছে ২০৯০০ টাকা, ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে।
মেমরি কার্ড স্যামসাং কোম্পানির, ম্যাক্স রাইট স্পীড লেখা আছে ২৪ মেগাবাইট/সেক, এটাও ১ বছরের ওয়ারেন্টি আছে, দাম নিয়েছে ২১০০ টাকা।
আর হ্যা, কয়েকদিন ধরে পুরো পরিকল্পনা ছিল লুমিয়া ৬২৫ কিনব, কিন্তু ৭২০ দেখার পর ওটার দিকে আর তাকাতেই ইচ্ছে হলনা।
পোষ্টগুলো একটু ওলটপালট হয়ে গেল
ইনভারব্রাস ভাই, ১০৩০ এম্বার না, ওইটা পোর্টিকো।
এম্বার হচ্ছে 3046.xxxx.xxxx.xxxx
বাংলাদেশে এ্যাম্বার এভেইলএভেলও দেখাচ্ছে।
এম্বার এর নতুন ফীচার (৭২০ এ):
Glance Screen
Smart Camera
Pro Camera
Flip to Silence
Color Profile
FM Radio etc....
হেহে, থেংকু! এ্যাম্বার 3046..........1334.0001 আপডেট করে নিলাম। খুব বেশি ডেটা টানলো বলে মনে হলো না - 1mbps কানেক্সনে ১০-১৫ মিনিটে ডাউনলোড হয়ে গেলো পুরোটা।
মরার ক্যামেরা এ্যাপে রেজলুশন চেন্জ করে কিভাবে? মোবাইলফোনে তোলা ছবিতে ৭-৮ মেগাপিক্সেলের এতো জাম্বো সাইয ইমেজ দরকার নাই।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা
০.০৭৯৮৩৩৯৮৪৩৭৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.৫১৩৬৬৩৬০৮৫৬৩ টি কোয়েরী চলেছে