বোরহান লিখেছেন:আমি তো কয়েক ঘন্টা আগেও হতাশ হয়ে নোকিয়া আর মাইক্রোসফটকে মনে মনে গালি দিয়ে এক্কেবারে
সিম্ফোনী বা ওয়ালটনের কিছু ফোনে এই জিনিস আছে দেখলাম। আশিফের অভিজ্ঞতাই বলি, তার কল আসছে, রিসিভ করে হেলো বলার পর দেখা গেল কল লাউডস্পীকারে হয়ে আছে। কি ব্যাপার অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল, তার ফ্রেন্ড ভিডিও কল করেছে, কাজেই ফোন লাউডস্পীকারে, আর ওইদিকে ক্যামেরাও চালু হয়েছে। বোঝার কোন উপায় নেই যে ভিডিও কল হয়েছিল। পুরাই একটা বিব্রতকর অবস্থা।
আমার ভিডিওকলিং নিয়ে কস্মিনকালেও মাথা ব্যাথা ছিল না। ইন ফ্যাক্ট কেউ যদি স্কাইপেও ভিডিও কল করতে চায়, আমার খুব আনইজি লাগে।
সামনের ক্যামেরা ইস্যু উঠাতে একটা জিনিস মনে পড়ে গেল। লুমিয়া ৭২০ এর ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে বলতে গিয়ে নোকিয়ার ডেভ বলছিল, এই ফোনটা স্পেশালি এশিয়া রিজিওনের জন্য তৈরী করা। তার উপরে তারা গবেষনা করে দেখেছে, এশিয়ায়, বিশেষত মেয়েরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিজেদের ছবি তুলে অনেক বেশী, তাই তারা এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় যথেষ্ট কাজ করেছে, নরমালি যেখানে ফ্রন্ট ক্যামেরাতে ৩টা লেন্স (ফিজিক্যাল) বসানো হয়, তারা ৭২০তে প্রথমবারের মত ৪টা লেন্স বসিয়েছে, তাতে করে ছবি আরো শার্প আসবে হ্যান ত্যান। তারপর Glam Me এ্যাপটা বানানো হয়েছে যাতে ইনস্টা্নট সেলফি তুলে এডিট করা যায়, (আমি এ্যাপটা ট্রাই করে দেখেছি, ফটোশপ ছাড়াই আপনারে সুন্দরী বানায়ে দিবে পুরা
)
মনে বিশাল দুঃখ পাইছিলাম এইসব কথা শুনে।
অবশ্য রেয়ার ক্যামেরার ডিটেলস শুনতে শুনতে কিছুটা কাভারড হয়ে গিয়েছিল।
ওহ, যেটা বলতে চাচ্ছিলাম আসলে:
ফ্রন্ট ক্যামেরা :
ক) মেয়েদের সেলফি (মেজর)
খ) স্কাইপ ভিডিও কল (মাইনর)
আমার তাই মনে হয় অন্তত।