৬১

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

গতকাল নোকিয়া ম্যাপ বাংলাদেশেরটা অফলাইনে ব্যবহার করার জন্য ডাউনলোড করলাম, ৫৫ মেগাবাইট।
লাস্ট কয়েকদিন ধরে এ্যাম্বার আপডেটের চেস্টা করছিলাম, কিন্তু আপডেট ০% এ-ই থেমে থাকছিল, নেটে খোঁজাখুজির পর একটা আজব সমাধান পেলাম এবং এই পদ্ধতিতে আমার কাজও হলঃ
"ফোন আপডেটের সময় ০ পার্সেন্টে থেমে থাকলে চার্জার কানেক্ট করলে আপডেট শুরু হবে"
2Mbps WiFi কানেকশনে আপডেট ডাউনলোড এবং সাকসেস্ফুলি ইন্সটল হতে পাক্কা ১ ঘন্টা সময় লাগলো।
ডাটা সেন্সের তথ্য অনুযায়ী এ্যাম্বার আপডেটের সাইজ ২১৭ মেগাবাইট।

৬২

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

৬৩

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

৬৪

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

রাব্বি হোসেন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৬৫

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

GDR3 তে আপডেট করব কিভাবে? আমি ফোনের আপডেট চেক করলাম এইমাত্র, বলে যে No update is available for your phone.

৬৬ সর্বশেষ সম্পাদনা করেছেন রাব্বি হোসেন (০৫-১১-২০১৩ ১১:৩২)

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

রাব্বি হোসেন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৬৭

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

Calm... like a bomb.

৬৮

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

৬৯

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

নোকিয়া ক্যামেরা সেটাপ দিতে পারলাম না, লাস্ট ৭ দিন ধরে চেস্টা করলাম। কয় This app is not available for your phone
উল্লেখ্য আমার ফোন এ্যাম্বার আপডেট করা, ল্যাঙ্গুয়েজ, লোকেশন, টাইম জোন, কি বোর্ড লেয়াউট ইত্যাদি সব usa সিলেক্ট করা।
নেটে ঘাটাঘাটি করে ২ টা প্রক্সি মেথোডেও ট্রাই করেছি, লাভ হয়নি sad
প্লিজ হেম্ল মি ভাইয়েরা।

৭০

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

৭১ সর্বশেষ সম্পাদনা করেছেন বোরহান (১৭-১১-২০১৩ ২০:৩২)

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

আপনার ফোনে কেমনে ইন্সটল করেছিলেন?
যাহোক কালকে আবার ট্রাই করে দেখব, বাসায় ওয়াইফাই ইউজ করার কোন সুযোগ নাই।
১০৩ দিয়ে শুরু প্রক্সি দিয়ে ট্রাই করব?
GDR3 আপডেট কিভাবে করব?
প্রক্সি সার্ভার লোকেশন দেখলাম থাইল্যান্ডে, কিন্তু মাইক্রসফট কমিউনিটি বলছে নোকিয়া ক্যামেরা লুমিয়া ৭২০ এর জন্য অফিসিয়ালি এ্যাভেইলেবল না, আর প্রক্সি ব্যবহার করে ফোনের আইডেন্টিটী তো লুকানো সম্ভব না (আইপি চেঞ্জ হচ্ছে মাত্র), তাহলে কাজ করছে কিভাবে?

৭২

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

৭৩

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

প্রক্সিটাই হচ্ছে আসল ঝামেলা। প্রক্সিটা প্রচুর স্লো। অনেক সময় স্টোরে কানেক্ট হইতেও চায়না। আমি দুই-তিন দিন ট্রাই করে তারপর নোকিয়া ক্যামেরা ইন্সটল করতে পারছি। অবশ্য একবার ডাউনলোড চালু হলে পরে প্রক্সিটা অফ করতে পারবেন।
আর হ্যা এটা ইন্সটল এর জন্য জিডিআর থ্রি এর দরকার নাই। আমি জিডিআর টু তেই এটা ইন্সটল করেছি। রিজিওন এর ব্যাপারে মেহেদী ভাই যা বলেছেন তা একটু খেয়াল কইরেন।

রাব্বি হোসেন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৭৪

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

এটা ফ্রি লুমিয়া ৯০০ হাতে পাইলাম  big_smile

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

৭৫

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

৭৬

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

আজকে সকালে ট্রাই দিয়ে নোকিয়া ক্যামেরা ইন্সটল করতে পারছি  yahoo
লোকেশন সার্ভিস ভুলে অন করে রেখেছিলাম, তাও কোন সমস্যা হয়নি। রিস্টার্টও দেওয়া লাগেনি।
এখন বলেন GDR3 কেমনে আপডেট দিব।

৭৭

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

৭৮

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

৭৯ সর্বশেষ সম্পাদনা করেছেন বোরহান (২০-১১-২০১৩ ২০:১৮)

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা

Moliplayer pro দিয়ে আরামছে webm আর mkv ভিডিও দেখা যাচ্ছে  smile তবে ২-১ টা বড় সাইজের mkv ভিডিও জার্কি প্লেব্যাক হচ্ছে ।
ট্রায়াল কবে এক্সপায়ার হবে কে জানে  sad

নোকিয়া লুমিয়া ৮২০ না কিনে মনে হচ্ছে একটা রাম ধরা খেয়েছি, গ্যাজেট ন গিয়ারে দেখলাম দাম মাত্র ২০২০০ টাকা (৭২০ কিনেছিলাম ১৯৫০০ দিয়ে)। গিয়েছিলাম ৬২৫ কিনব বলে টার্গেট করে, খেয়ালই ছিলনা ৮২০ এর কথা  sad

৮০

Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা