Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা
গতকাল নোকিয়া ম্যাপ বাংলাদেশেরটা অফলাইনে ব্যবহার করার জন্য ডাউনলোড করলাম, ৫৫ মেগাবাইট।
লাস্ট কয়েকদিন ধরে এ্যাম্বার আপডেটের চেস্টা করছিলাম, কিন্তু আপডেট ০% এ-ই থেমে থাকছিল, নেটে খোঁজাখুজির পর একটা আজব সমাধান পেলাম এবং এই পদ্ধতিতে আমার কাজও হলঃ
"ফোন আপডেটের সময় ০ পার্সেন্টে থেমে থাকলে চার্জার কানেক্ট করলে আপডেট শুরু হবে"
2Mbps WiFi কানেকশনে আপডেট ডাউনলোড এবং সাকসেস্ফুলি ইন্সটল হতে পাক্কা ১ ঘন্টা সময় লাগলো।
ডাটা সেন্সের তথ্য অনুযায়ী এ্যাম্বার আপডেটের সাইজ ২১৭ মেগাবাইট।