Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা
আমি দুটো বন্ধ সিমে ৮ আর ৮ = ১৬ জিবি ডাটা পাইছি আপডেট দিব নাকি ওয়াই-ফাই দিয়ে দিব চিন্তায় আছি
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা
আমি দুটো বন্ধ সিমে ৮ আর ৮ = ১৬ জিবি ডাটা পাইছি আপডেট দিব নাকি ওয়াই-ফাই দিয়ে দিব চিন্তায় আছি
মেহেদী৮৩ লিখেছেন:আপডেট ৩: মিজভী ভাই, নতুন ডিভাইস রিভিউ করার শখ আছে নাকি ?
জ্বী ভাইজানালার উপরে কেউ রিভিউ করে না। আপনাদের সহযোগীতা পেলে করতে পারি আর কি
নাহ, মটো এক্স রিভিউ করতে দিতে পারতাম।
ভাই আমার 1MBPs লাইনে ডাউনলোড হতে প্রায় ঘন্টাখানের লেগেছিল, সে হিসেবে ৭-৮০০ মেগাবাইটের মত সাইজ হওয়ার কথা।
নাও হইতে পারে। কারন কোন একটা অদ্ভুত কারনে ফুল স্পিডে আমি ডাউনলোড হইতে দেখি নাই ফোন থেকে কখনো।
Real Microphone
ফোনের অডিও আউটপুট জ্যাকে স্পীকার কানেক্ট করিয়ে ওটাকে মাইক হিসেবে ব্যবহার করার জন্য। কিছুক্ষণ আগে ট্রাই করলাম। হাহা হিলারিয়াস
আর সম্ভবত জানালা চালানো হবে না জানালা ১০ এর ফাইনাল রিলিজ মনে হয় না আর পাবো
মটো এক্স রিভিউ করতে দিতে পারতাম।
এটায় নাকি হিটিং ইস্যু আছে। জিএসএম এরিনাতে ইউজার রিভিউ সন্তোষজনক পড়লাম না।
এটায় নাকি হিটিং ইস্যু আছে। জিএসএম এরিনাতে ইউজার রিভিউ সন্তোষজনক পড়লাম না।
নাহ! হিটিং ইস্যু দুইবার পেয়েছি মাত্র, ধুমায়ে ঘন্টাখানেক গেম খেলার পর যখন ক্যামেরা অন করলাম, ক্যামেরা বন্ধ হয়ে গেল মেজাজ গরম দেখায়ে।
এর বাইরে ৪কে তে টানা মোটামুটি ১২-১৩ মিনিট ভিডিও করেছিলাম। তেমন সমস্যা হয় নাই।
বাইরের দেশে এমনিতেই টেম্প মাইনাসে থাকে। ফোন একটু গরম হইলেও এরা চেচায় বেশী মনে হয়।
ক্যামেরা বন্ধ হয়ে গেল মেজাজ গরম দেখায়ে
হা হা হা ভাই আপনার উপর সম্ভবত রাগ করছিলো এত্তক্ষণ জ্বালিয়েছেন
কয়েকদিন পর জানালার মোবাইল ছেড়ে দিবো চিন্তা করেছি। কারণ উইন্ডোজ ১০ মনে হয় না আর আসবে লুমিয়া ৪৩০ এর জন্য
আমার লুমিয়া 730 সেট অনেক গরম হয় পরেলে কে সাহায্য করেন
কম দামে সেকেন্ড হ্যান্ড একটি মোবাইল কিনতে চাই , যে বেচবেন সে জানাতে পারেন
WTH
Windows 10 Phone USB-C সাপোর্টেড হ্যান্ডসেটগুলোতে এখন কন্টিনুয়াম ডক দিয়ে সরাসরি ইথারনেট পোর্টের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়।
আজকাল ল্যাপটপগুলাতে পর্যন্ত ল্যান পোর্ট বাদ হয়ে যাচ্ছে আর আপনি ফোনে সেটার সাপোর্ট নিয়ে উল্লাসিত ?
আজকাল ল্যাপটপগুলাতে পর্যন্ত ল্যান পোর্ট বাদ হয়ে যাচ্ছে
তাই নাকি
তাহলে ভাই ব্রডব্যান্ড আর ইউজ করা যাবে না নাকি ল্যাপুতে???
অফিশিয়াল imo free video calls and text
ভাই স্টোরে পাই নাই
তবে পিসির জন্য ইমো পেয়ে গেলাম
ডালো লিংকঃ https://imo.im/winapp/current/ImoSetup.msi
উইণ্ডোজ ১০-এ আপগ্রেড করে হতাশ। 8.1-এ পারফর্ম্যান্স মোটামুটি ছিলো। 10-এ যাবার পর এমনকি ডায়ালার ওপেন করতেও বদনা নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা লাগে....
লুমিয়া ৪৩০।
উইণ্ডোজ ১০-এ আপগ্রেড করে হতাশ। 8.1-এ পারফর্ম্যান্স মোটামুটি ছিলো। 10-এ যাবার পর এমনকি ডায়ালার ওপেন করতেও বদনা নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা লাগে....
![]()
![]()
লুমিয়া ৪৩০।
নতুন ফোন গুলা ছাড়া পুরোন কোন ফোনই ঠিকঠাক মত উইন্ডোজ ১০ চালাইতে পারে না। অফিসে একটা ৯৫০ আছে। ঐটা দেখি দুর্দান্ত চলে, পুরাই অপটিমাইজড। কিন্তু আমার ৭২০ তে দফারফা হয়ে যেত।
সাধারন এনন্ড্রুয়েড যেখানে H+ বা 3G গতিতে নেট পায় সেখানে আমার লুমিয়া ৫৪০ কানেকশনই পায় না। আমি পুরাই হতাশ উইন্ডোজ ফোনের পারফরমেন্সে ।
সাধারন এনন্ড্রুয়েড যেখানে H+ বা 3G গতিতে নেট পায় সেখানে আমার লুমিয়া ৫৪০ কানেকশনই পায় না।
আমার উল্টো হয়েছিল। আমার নোকিয়া ৭২০ এ আরামে ৩জি ইউজ করছিলাম। আশিফের সনিতে তখন ৩জি সিগন্যালই ডিটেক্ট করতে পারছিল না।
ইলিয়াস লিখেছেন:সাধারন এনন্ড্রুয়েড যেখানে H+ বা 3G গতিতে নেট পায় সেখানে আমার লুমিয়া ৫৪০ কানেকশনই পায় না।
আমার উল্টো হয়েছিল। আমার নোকিয়া ৭২০ এ আরামে ৩জি ইউজ করছিলাম। আশিফের সনিতে তখন ৩জি সিগন্যালই ডিটেক্ট করতে পারছিল না।
আমি এ ফোনটা কিনেছিলামই নেট কানেক্ট যাতে ভাল পাই সেটা ভেবে এবং তা আপনাকে মনে হয় বলেও ছিলাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন এ ফোনটা কেনার পর বাসায় বসে নেট চালানো প্রায় বন্ধই হয়ে গেছে।
না পাওয়ার কি আছে? আমার দেওয়া ইমেজের উপর ক্লিক করুন।
সাধারন এনন্ড্রুয়েড যেখানে H+ বা 3G গতিতে নেট পায় সেখানে আমার লুমিয়া ৫৪০ কানেকশনই পায় না। আমি পুরাই হতাশ উইন্ডোজ ফোনের পারফরমেন্সে ।
এরকম হওয়ার কথা না। Highest connection speed 3G দিয়ে রেখেছেন তো? ডুয়াল সিম হলে ভাল করে সেটিং চেক করে দেখুন যে সিম দিয়ে নেট ব্যবহার করছেন সেটার ম্যাক্স কানেকশন স্পীড কি দেওয়া আছে।
আমার দুই কলিগ, wife লুমিয়া ৫৪০ ব্যবহার করে, এরকম সমস্যা দেখিনি।
উইণ্ডোজ ১০-এ আপগ্রেড করে হতাশ। 8.1-এ পারফর্ম্যান্স মোটামুটি ছিলো। 10-এ যাবার পর এমনকি ডায়ালার ওপেন করতেও বদনা নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা লাগে....
![]()
![]()
লুমিয়া ৪৩০।
৩ সপ্তাহ ধরে লুমিয়া ৭২০ বাদ দিয়ে লুমিয়া ৭৩০ ইউজ করছি, পারফরমেন্স আকাশ-পাতাল পার্থক্য।
না পাওয়ার কি আছে? আমার দেওয়া ইমেজের উপর ক্লিক করুন।
এরকম হওয়ার কথা না। Highest connection speed 3G দিয়ে রেখেছেন তো? ডুয়াল সিম হলে ভাল করে সেটিং চেক করে দেখুন যে সিম দিয়ে নেট ব্যবহার করছেন সেটার ম্যাক্স কানেকশন স্পীড কি দেওয়া আছে।
সেটিংস এ কোন সমস্যা নাই। সবকিছু ঠিক আছে তারপরেও .........
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা
০.০৭৪৭৫৩০৪৬০৩৫৭৬৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.০১৭৩৩২৯৪৬৩৫১ টি কোয়েরী চলেছে