টপিকঃ উইন্ডোজ এ ব্রাউজিং স্প্রিড ২৫% বৃদ্ধি করার কৌশল

আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। আমি এই ফোরাম এ নতুন। এটা আমার প্রথম পোস্ট। তাই ভুল-ত্রুতি হইলে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ইন্টারনেট সংক্রান্ত। কিভাবে উইন্ডোজ এ ব্রাউজিং স্প্রিড ২৫% বৃদ্ধি করা যায় ? তো মূল আলোচনায় আসি।

ব্রাউজিং স্প্রিড ২৫% বৃদ্ধি করার কয়েকটি ধাপ-

১. প্রথমে  Start বাটন থেকে Run এ যান। Run এ লিখুন Regedit । তারপর Registry Editor আসবে।

২. তারপরে খুজুন HKEY_LOCAL_MACHINE

৩. এরপর যান Software তারপর Microsoft এ

৪. তারপর Windows এ যান

৫. এরপর Current Version এ যান

৬. তারপর এখান থেকে Explorer এ যান

৭. এরপর Remote Computer  এ যান

৮. তারপরে যান NameSpace কীতে

৯. এবার NameSpace কীতে দুটি ভ্যালু আছে।

প্রথমটি,
{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}‟ যা remote computer এর সঙ্গে প্রিন্টার শেয়ারিং এর জন্য ব্যবহৃত হয়।

দ্বিতীয়টি,
{D6277990-4C6A-11cf-8D87-00AA0060F5BF}

আপনি এই দ্বিতীয় ভ্যালুটি ডিলিট করুন। দেখবেন ইন্টারনেটের ব্রাউজিং স্প্রিড আগের চেয়ে বেড়েছে। আপনার যদি প্রিন্টার শেয়ারিং এর প্রয়োজন না হয় তাহলে প্রথম ভ্যালুটিও ডিলিট করতে পারেন। তাহলে স্প্রিড আরো বাড়বে।

এইতো আর কি ?

ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন.........:D

ধন্যবাদ।

সাঈদ গোফরান

Re: উইন্ডোজ এ ব্রাউজিং স্প্রিড ২৫% বৃদ্ধি করার কৌশল

ডীলিট করলাম। কাজ করে কিনা বুঝতে পারছিনা

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: উইন্ডোজ এ ব্রাউজিং স্প্রিড ২৫% বৃদ্ধি করার কৌশল

এই 'স্প্রিড' বানানটা দেখতে দেখতে এখন বিরক্ত লাগে।