টপিকঃ ওয়াইল্ড লাইফ আর ম্যাক্রো
ফোরাম এত নিস্তেজ আগে কখনো দেখিনি||
মাঝে মাঝে ঢুকে নিজেই অবাক হয়ে যাই!
ফোরাম আবার জেগে উঠুক সেই কামনায়!
আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক!
1.Oriental Garden Lizard.
2. A Snake having lunch.
3. Thorny Spider.
4. Fly.
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » ওয়াইল্ড লাইফ আর ম্যাক্রো
ফোরাম এত নিস্তেজ আগে কখনো দেখিনি||
মাঝে মাঝে ঢুকে নিজেই অবাক হয়ে যাই!
ফোরাম আবার জেগে উঠুক সেই কামনায়!
আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক!
1.Oriental Garden Lizard.
2. A Snake having lunch.
3. Thorny Spider.
4. Fly.
আপনি কী ক্যামেরা দি্যে ছবি তোলেন? ম্যাক্রো লেম্সের দাম কেমন।আর এডিট কোন সফট দিয়ে করেন?
অনেক প্রশ্ন,দয়া করে উ্ত্তর দিবেন যাতে আমরাও কিছু শিখতে পারি।
2 no ++++++++++++++++++++++++++
প্রথমটার ডেপথ অফ ফিল্ড দারুন এসেছে। ২য় ছবিটা তুললেন কই ভাই । আমি হলে দেখেই পালিয়ে যেতাম
ইয়ে । আলোকচিত্র বিভাগে একটু চোখ বুলাবেন সময় করে। এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে
আপনি কী ক্যামেরা দি্যে ছবি তোলেন? ম্যাক্রো লেম্সের দাম কেমন।আর এডিট কোন সফট দিয়ে করেন?
ক্যামেরা ক্যানন 60D , লেন্স ক্যানন 100mm Macro USM.
প্রসেসিং এর জন্য লাইটরুম ইউজ করি|
ম্যাক্রো লেন্সের দাম ব্র্যান্ড ভেদে ২৮০ ডলার থেকে ১৬০০ ডলার পর্যন্ত||
আপনাকে অনেক ধন্যবাদ!
প্রথমটার ডেপথ অফ ফিল্ড দারুন এসেছে।
২য় ছবিটা তুললেন কই ভাই । আমি হলে দেখেই পালিয়ে যেতাম
ইয়ে । আলোকচিত্র বিভাগে একটু চোখ বুলাবেন সময় করে। এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে
দ্বিতীয় ছবিটা মানিকগঞ্জে তোলা , গত রোজার ঈদের সময়|
অনেক ধন্যবাদ!
ফোরামে যে কয়জন ফটোগ্রাফার আছেন তার মধ্যে আপনার ছবিগুলাই আমাকে টানে বেশি। হয়তো আপনার সাবজেক্টের কারণেই।
নি:সন্দেহে দারুন কিছু ফটোগ্রাফি।
দারুণ কিছু ছবি দেখলাম।
নিয়মিত চাই কিন্তু, হুম।
প্রথম ছবিটা এতটাই জীবন্ত, যে আমি একটু আগে ঘুম থেকে উঠে ওটার দিকে তাকিয়ে ভাবতে বসেছিলাম ওটা একটা ডায়নোসর এর কোন প্রজাতি এবং এখনই লাফ দিবে
অনেক অনেক সুন্দর ছবি!
১ নং টা সিরাম হইচে।
দুই নম্বরটা ভয়ঙ্কর সুন্দর,,,,,,
আচ্ছা ২ নং টা তোলার সময় আপনি কত মিটার বা ফিট দূরে ছিলেন?
ওয়াও
ফোরামে যে কয়জন ফটোগ্রাফার আছেন তার মধ্যে আপনার ছবিগুলাই আমাকে টানে বেশি। হয়তো আপনার সাবজেক্টের কারণেই।
নি:সন্দেহে দারুন কিছু ফটোগ্রাফি।
অনেক ধন্যবাদ ইলিয়াস ভাই!
দোয়া করবেন আমার জন্য!
দারুণ কিছু ছবি দেখলাম।
![]()
নিয়মিত চাই কিন্তু, হুম।
ইনশাল্লাহ নিয়মিত হবো !
প্রথম ছবিটা এতটাই জীবন্ত, যে আমি একটু আগে ঘুম থেকে উঠে ওটার দিকে তাকিয়ে ভাবতে বসেছিলাম ওটা একটা ডায়নোসর এর কোন প্রজাতি এবং এখনই লাফ দিবে
অনেক অনেক সুন্দর ছবি!
হা হা হা !!
ভালো বলেছেন! ডায়নোসর এর জ্ঞাতি ভাই তো অবশ্যই!
মাশাল্লাহ খুব ভালো মুডে ছিল!
১ নং টা সিরাম হইচে।
![]()
অনেক ধন্যবাদ!
দুই নম্বরটা ভয়ঙ্কর সুন্দর,,,,,,
অনেক ধন্যবাদ!
আচ্ছা ২ নং টা তোলার সময় আপনি কত মিটার বা ফিট দূরে ছিলেন?
দুই মিটার আনুমানিক, প্রথমটা তোলার সময় এক মিটারের মাঝে ছিলাম||
টেলি-জুম লেন্স নেই তাই সাবজেক্টের খুব কাছেই যেতে হয়||
ওয়াও
ধন্যবাদ ধন্যবাদ!
ছবির বিষয়ে আর কি বলব ১৬০০*১২০০ রেজ্যুলেশন এর লিংক দেয়া যাবে। ওয়ালপেপার রুপে সেট করতাম
ছবির বিষয়ে আর কি বলব
১৬০০*১২০০ রেজ্যুলেশন এর লিংক দেয়া যাবে। ওয়ালপেপার রুপে সেট করতাম
![]()
কোনটা কোনটা লাগবে? বলেন, লিঙ্ক দিচ্ছি!
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » ওয়াইল্ড লাইফ আর ম্যাক্রো
০.০৬৬২১৪০৮৪৬২৫২৪৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.১৬৭১৪৮৮৪৬৬৮৮ টি কোয়েরী চলেছে