সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১০-১০-২০১৩ ১৮:৫২)

টপিকঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

ডেডলক ভাই, খবর দিলেন টেন্ডুলকারের, আর তার মেয়ের ছবিটা দিলেন বড়। tongue

অনটপিকঃ সবকিছুকেই নাকি থামতে হয়। লিজেন্ডকেও থামতে হলো। আমার মতামত হচ্ছে, নিজে থেকে ঘোষণা দিয়ে টেন্ডুলকার একটা ভালো কাজ করেছেন।

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন আরণ্যক (১১-১০-২০১৩ ০১:১৯)

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

খুব ভাল খবর। তাকে নিয়ে আশঙ্কা তো দুর হলো। মানুষের চেয়ে ছায়া বড় হতে শুরু করলে সাথে সাথে থামা উচিৎ।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

এখানে তার মেয়ের কি ভূমিকা তাতো বুঝলাম না neutral

আমাকে কোথাও পাবেন না।

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

এখানে তার মেয়ের ছবি দেয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না।

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

অবশেষে! বেটার এই কাজটা করা উচিত ছিল আরো ৩/৪ বছর আগে। যাই হোক লিটল মাস্টারকে শ্রদ্ধা জানাই।  clap

সময় চলে যাচ্ছে... পুরোনো অভিনেতা/শিল্পী মারা যাওয়ার খবরেও এই একই ফিলিসং হয়। আইসিসি জয়ের পর সারা রাত মিছিল... পরের বিশ্বকাপে সকল দেশের প্রতিটা খেলোয়ারর নাড়ি নক্ষত্রের খবর রাখা... সবই করেছি... এখন বাংলাদের প্লেয়ারদেরও নাম জানি না। একসময় আশে পাশে নিজের ফেবারিট আর কেউ থাকবে না (হয় রিটায়ার নয় মৃত)... পুরো দুনিয়াটা হবে অপরিচিত... তখনই বোঝতে হবে বৃদ্ধ হয়েছি!

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১১-১০-২০১৩ ০৯:৪০)

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

১০

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

শচীন অবসরে যাওয়ার আগে ওয়ানডেতে এটলিস্ট আরো একটা সেঞ্চুরী না করলে বহুত কস্ট পাব sad

১১

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

কারো আশা নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।

১২

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

১৩

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

শেষ পর্যন্ত!!!!

ভারতীয়রা অবসর কি জিনিষ জানেই না।
লতা মুঙ্গেশকর, সর্বদা সবে-মাত্র কলেজ পাশ শাহরুখ, আর বিশিষ্ট লেবু অমিতাভ বচ্চন। অসহ্য! কোন বয়সে কি ভূমিকা পালন করতে হয় এই মানুষগুলোর জানা নাই। এক কথায়, জঘন্য!  angry

লেখাটি CC by-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

১৫

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

লিটল মাস্টারের জন্য শ্রদ্ধা এবং সম্মান রইল। অসাধারণ একজন মানুষ - বিনয়ী, নম্র এবং প্রতিভাবান, কিন্তু কখনই ঔদ্ধত্য প্রকাশ করেননি। যারা বলেন প্রতিভাবানদের ঔদ্ধত্য কাম্য, তাঁদের শচীনের দিকে তাকিয়ে লজ্জা পাওয়া উচিত।
ইয়ে সিএসএলরাজু, লতা তো এখন আর গান করেন না। বাকী দুইজন একবারে অসহ্য - বিশেষ করে অমিতাভ - ফাউল একটা!

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

লেখাটি CC by-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

লতা বা অমিতাভের কেন অবসর নেওয়া উচিৎ তাই তো বুঝতে পারলাম না।

লতার গলা এখনও চমৎকার। অমিতাভের বিকল্প কই। উনি চমৎকার করছেন। শুধু বয়স বেশি দেখে থেমে যেতে হবে? roll সিলভার এস্টিলন, শোয়াজনিগর বা ইন্ডয়ানা জোন্স এর নায়ক। এরা ভালো হলো কি ভাবে?

রবি শংকরের শেষ এলবাম বের হয়েছে মৃত্যুর পর। বিদেশে থাকেন বলে তিনি বেঁচে গেলেন। তা না হলে কি এই প্রতিভাবান কেও অসহ্য লাগতো?

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১১-১০-২০১৩ ১৬:৪৫)

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন সমালোচক (১২-১০-২০১৩ ০২:৩৮)

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

২০

Re: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শচীন টেন্ডুলকার

লেখাটি CC by-sa 3.0 এর অধীনে প্রকাশিত