টপিকঃ শব্দছক - ১
শব্দছক - ১
পাশাপাশি
২। যা খেলায় থাকে; ৪। দালান, বাড়ি, ৬। যার জন্য সরকার কাজ করে, অনেক লোক; ৭। দোকানদার যা সাজিয়ে বসে; ৮। যার দশটি ছেলে; ১০। একটি ফুলের নাম; ১৪। বৈশিষ্ট্যহীন; ১৫। দাম, মূল্য; ১৭। আবর্জনা, নোংরা; ১৯। ব্যর্থ, সফল নয় এমন; ২০। বাংলাদেশের একটি জায়গা; রেলস্টেশন; ২২। সহজ নয় যা; পদার্থের একটি অবস্থা ২৪। যা থামছে না, চলমান; ২৫। একই রকম, জোড়া, ২৬।যা সব ঘরেই থাকে; বাতাস আসে যেদিক দিয়ে।
উপর-নীচ
১। বিদ্রোহী কবি, ২। যা হাতে হাতে হয়, মারামারি; ৩। সূর্য; ৪। খালি নয় যে গর্ত; সড়ক বানানোর জন্য নদীনালাকে এটা করা হয়; ৫। শহর, এলাকা; ৯। পৃথিবী, দুনিয়া; ১১। ভুল, যা শুরুতেই থাকা ঠিক না; ১২। চল্লিশ সের, ওজনের একটি একক; ১৩। এক রকমের বস্ত্র; ১৬। পড়াশোনার একটি বিষয়; অক্সিজেন হাইড্রোজেন নিয়ে আলোচনা করা হয় যে বইতে; ১৮। ছেলে, অল্পবয়স্ক; ২০। যা সাগরে চলে, বড় নৌকা; ২১। লেখকরা যা লিখে থাকেন; কোন বিষয়ের উপরে লেখা; ২৩। যা আবেদন পত্রে লিখতে হয়।
--------------------------------------
শিরোনাম জুড়ে দেয়া হল।