টপিকঃ ম্যাক এবং উইন্ডোজ এক্সপি এরমধ্যে ল্যানের সাহায্যে ফাইল শেয়ার করতে চাই
ব্যাপারটা অসম্ভব মনে হলেও মোটেই অসম্ভব না মনে হয়। আমার এ ব্যাপারে অভিজ্ঞতা নেই......
আমার কাছে একটি ক্যাট-৫ কেবল আছে। আমি সেটা ম্যাকবুক এবং পিসি ( এক্সপি) তে লাগিয়ে আইপি ম্যানুয়ালি চেঞ্জ করে দিয়েছি...
ম্যাকে ইথারনেট কানেকশন আইকন সবুজ হয়েছে। এরপর আমি পিসি থেকে পিং দিলাম পিং ঠিক ঠাক আসতেছে, কোন মিসিং নেই
আইপি নাম্বার ম্যাকে 169.254.172.52 এবং 255.255.0.0
এবং এক্সপিতে 169.254.172.51 এবং 255.255.0.0
প্যাকেট যাচ্ছে আসতেছে কানেক্টেড থাকছে... কিন্তু পিসি টু পিসি যেভাবে ফোল্ডার বা ড্রাইভ এ ঢোকা যায় ফাইল ডিলিট কিংবা চেঞ্জ করা যায় তেমন ভাবে পারছিনা পারা তো দুরে থাক আমি পিসির ফাইল ফোল্ডার ম্যাকে খুঁজেই পাচ্ছি না। কিছু লার্জ ফাইল ম্যাক থেকে পিসিতে ট্রান্সফারের জন্য এই উপায়ে চেষ্টা করছি।
অভিজ্ঞরা হেল্প করুন বিশেষত ইনভার ভাই, বাবর ভাই, অভি ভাই, শিপলু ভাই সহ সবাই।
আরেকটা বিষয় আমি ম্যাকে ভিএমওয়ার ফিউশন চাল্লাছি, এবং গেস্ট ওএস হিসেবে এক্সপি আছে কিন্তু সাঁটা থেকেও পিসিতে কানেক্ট হচ্ছেনা...