সর্বশেষ সম্পাদনা করেছেন রাশেদুল ইসলাম (০৮-১০-২০১৩ ১৬:০৭)

টপিকঃ কম্পিউটারে 3G কিভাবে চালাবো?

আজ টেলিটক 3g সিম কিনলাম। কিন্তু কম্পিউটারে 3G কিভাবে চালাবো তা বুঝতে পারছি না। তবে এইটুকু বুঝতে পারছি আমার গ্রামীণফোন MF100  মডেম দিয়ে 2G তেই কানেক্ট হচ্ছে।
কনফিগারেশন দিয়েছিঃ
TT-INTERNET
APN: WAP
Dial Number: *99#
এখন আমার কম্পিউটারে 3G চালাতে হলে কি করতে হবে?

Re: কম্পিউটারে 3G কিভাবে চালাবো?

Re: কম্পিউটারে 3G কিভাবে চালাবো?

ইলিয়াস ভাইয়ের কথামত মডেমের নেটওয়ার্ক সেটিংস ঠিক আছে কিনা দেখুন সাথে এটাও নিশ্চিত হোন যে আপনি থ্রিজি সিগনাল পাচ্ছেন। থ্রিজি সিগনাল না পেলে অটোমেটিক টুজি চলবে।

Re: কম্পিউটারে 3G কিভাবে চালাবো?

আপনার লোকেশন কোথায় ?
৩জি সিম হয়ে থাকলে, আপনার সফটয়্যারে নেটওয়ার্ক সিগন্যালে ৩জি লেখা দেখা যাবে।

Re: কম্পিউটারে 3G কিভাবে চালাবো?

নেটওয়ার্ক মোড শুধু GSM দেওয়া নাকি দেখুন। থাকলে চেঞ্জ করে WCDMA কিংবা UMTS এই জাতীয় কিছু একটা দিতে হবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন রাশেদুল ইসলাম (০৯-১০-২০১৩ ১০:৪৮)

Re: কম্পিউটারে 3G কিভাবে চালাবো?