টপিকঃ একদিন তোমার কাছে যাব
একদিন তোমার কাছে যাব
একদিন তোমার কাছে যাব।
ভরা নিবিড় একাকী সাঁঝে
তোমায় করজোড়ে মাঙ্গব।
একদিন আকাশের মন ভালো থাকবে
বেদনারা নেবে ছুটি; আনন্দ ভিজে থাকবে।
সেদিন হৃদয়ের দ্বারে থাকবে না কোন আগল
দুঃসাহসী হবে তুমি। আর আমিও।
একদিন প্রতিরোধ সব ভেসে যাবে,
সেদিন দেখে নিও, দেখে নিও।
রইবে কেবল বিধুর লগন – লুপ্ত মগ্ন পাগল।
একদিন তোমার কাছেই ফিরব।
হাঁটু গেড়ে মেনে নিব আমার যত পরাজয়।
একদিন আত্মাভিমানে দিব যতি,
বলব – নিয়ে নাও, বুঝে নাও
এই দলিত মনের যাবতীয় বিষয়-আশয়।
সেই দিন দূরে নয় – জেনে রেখ
তোমার কাছেই যাব।
ভিখিরির মত হলেও একটা চুম্বন,
কালের বুকে জেগে আছে নিয়ে
অযুত দাগের বকেয়া…
ধর বাঁচার শেষ অবলম্বন –
তোমার কাছে হাত পাতব।
একদিন তোমায় নিরাভরণ চাইব
পারস্পরিক বাঘবন্দী খেলা পিছে ফেলে
নিতান্ত সরলে গা ভাসাব।
একদিন তোমার কাছে যাব
ভরা নিবিড় জমাটি ক্ষণে
কেবল তোমাতে, তোমাতে নিলীন হব।
------------------------------------------
উদাসীন
০৭/১০/১৩
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।