টপিকঃ Adobe Dreamweaver Cs3 চাই
adobe dreamweaver cs3 টাকি নেট থেকে download কা যাবে? যদি পারেন লিঙ্কটা দেন ৷
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » সফটওয়্যার » Adobe Dreamweaver Cs3 চাই
adobe dreamweaver cs3 টাকি নেট থেকে download কা যাবে? যদি পারেন লিঙ্কটা দেন ৷
লিংক এ ৬ নাম্বারে পাবেন...
এছাড়া এই লিংকেও পাবেন ডাইরেক্ট ডাউনলোড
কেউ কিছু পারুক আর না পারুক ফাজলামি পারে
carri on
কেউ কিছু পারুক আর না পারুক ফাজলামি পারে
carri on
ভাই এখানে পারা না পারার ব্যাপার না। ব্যাপারটা হলো প্রজন্ম ফোরাম পাইরেসি কন্টেন্ট সাপোর্ট করে না।
tar sera লিখেছেন:কেউ কিছু পারুক আর না পারুক ফাজলামি পারে
carri onভাই এখানে পারা না পারার ব্যাপার না। ব্যাপারটা হলো প্রজন্ম ফোরাম পাইরেসি কন্টেন্ট সাপোর্ট করে না।
ও ঝুঝলাম প্রজন্ম ফোরাম এর সবাই 1200 টাকা দিয়ে অরজিনাল windows ব্যবহার করে !!!!!!
শোনেন আমাদের দেশে যত software ব্যবহার হয় তার সবই পাইরেসি ৷
ও ঝুঝলাম প্রজন্ম ফোরাম এর সবাই 1200 টাকা দিয়ে অরজিনাল windows ব্যবহার করে !!!!!!
শোনেন আমাদের দেশে যত software ব্যবহার হয় তার সবই পাইরেসি ৷
তথ্যটা সঠিক না। তবে সেটা কথা না, কথা হচ্ছে দলগতভাবে পাইরেসি করাটা এখানে নিরুৎসাহিত করা হচ্ছে।
শোনেন আমাদের দেশে যত software ব্যবহার হয় তার সবই পাইরেসি ৷
তো কি সেটা দেখিয়ে দেখিয়ে চুরি করবো? পাইরেসি করার জন্য গুগলে গুতা দেন সব পাবেন প্রকাশ্যে এখানে লিংক দেয়ার কি দরকার?
বিদ্র: আমি অনেকগুলো লাইসেন্সড সফটওয়ার ইউজ করি, এমনকি কিনিও। পাইরেসি করি না সেট বলবো না বাট যতটা না করলেই না ততটা, নিজে সব পাইরেসি করতে পারেন তাই বলে সবাইকে এরকম ভাবা ঠিক না।
সকাল ৭ টায় ঘর থেকে বের হইছি রাত ৯ টায় বাসায় ফিরছি। সারা দিন যব আর টিউশানি করে ৮ মাসে কম্পউটারের টাকা যেগার করছি। আমি জমিদারের পোলা না। এখানে অনেকে ৫-৮ জিবি গেম নেট থেকে অরজিনাল ডাউনলোড করে খেলে আর আমার পুরো মাসে ১ জিবি ব্যবহার করতে করিজায় পানি থাকে না।
আমার বক্তব্য বুঝলে পাইরেসি বা অরজিনার নিয়ে কথা বলেন না আমার সাথে
পাইরেসি একটা চুরি-ই। এটাকে জাস্টিফাই করার চেষ্টা না করে বরং গুগলে খুঁজে দেখুন কিংবা দোকানে গিয়ে সিডি কিনে আনুন (পাইরেটেড)।
# যদি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে করতে পারেন । ক্রিয়েটিভ ক্লাউড খুব কম খরচে এডোবি প্রডাক্ট ব্যাবহার করার সুযোগ করে দিয়েছে ।
# যদি টাকাপয়সা না থাকে । তাহলে ওপেনসোর্স অথবা বিকল্প খুজুন। আপনি যেটা চেয়েছেন এটার ইনফ্যাক্ট এটার চেয়ে বেটার ওপেনসোর্স বিকল্প আছে । মজার ব্যাপার হচ্ছে এডবির ই তৈরি ওপেন সোর্স বিকল্প আছে । নাম ব্রাকেটস
#যেখানে কাজটা দূর্নিতি ছাড়াই করা যায় সেখানে কেন দুর্নিতি করবেন । এ ব্যাপারে বহু তর্ক বিতর্ক আছে ফোরামে। তবে আমি আপাতত আর কোন তর্ক বিতর্কে যেতে চাই না ।
এখানে আমি শুধু লিংক চাইসি । আমিতো কাইকে আপলোড করে শেয়ার করতে বলি নাই। পাইরেসি টা কোথায়? একটা জিনিস শিথলাম কোনো সাইটের লিংক দেয়া পাইরেসি! এখানে পাইরেসির কথা ইলিয়াস উঠাইছে । আর সবাই না বুঝে লাফা-লাফি করতাছে। হাউ ফানি!
আমি তো লিঙ্ক দিয়েছি । তবে হ্যা পাইরেটে কোন কিছুর লিঙ্ক দিলেও আপত্তি আছে ফোরামে
শুনুন তারছেড়া, আপনার চুরির কাহিনি আপনার কাছেই রাখুন অনুগ্রহ করে। ফোরামের যা নিয়ম, সেটা পালন করার চেষ্টা করুন। লিংক চাইবেন না এবং দেবেনও না দয়া করে। যদি সেগুলির জন্যই এ ফোরামে এসে থাকেন, তবে বলতেই হবে ভুল জায়গায় এসেছেন, কেমন? আর সদস্যদের সাথে মেজাজ দেখাবেন না। কেউই এখানে না জেনে কথা বলে নাই। আপনাকে শুধু স্মরণ করিয়ে দিয়েছে। ঠিক আছে? ভাল থাকুন।
এখানে আমি শুধু লিংক চাইসি । আমিতো কাইকে আপলোড করে শেয়ার করতে বলি নাই। পাইরেসি টা কোথায়? একটা জিনিস শিথলাম কোনো সাইটের লিংক দেয়া পাইরেসি! এখানে পাইরেসির কথা ইলিয়াস উঠাইছে । আর সবাই না বুঝে লাফা-লাফি করতাছে। হাউ ফানি!
এই ইলিয়াস (ভাই) যে আপনার বাপের বয়সী সেটা বুঝার ক্ষমতা যদি না থাকে তাহলে কথা বাড়িয়ে লাভ নেই।
আর পাইরেসি কি সেটা এখানে আমরা কেউই নতুন করে ডিফাইন করতে চাইছি না, যেটা ডিফাইন করা আছে জাস্ট সেটা আমরা মানার কথা বলছি। অহেতুক তর্ক করে নিজেকে স্টুপিড প্রমানের কোন মানে নাই।
যদি প্রিমিয়াম গ্রেডের জিনিস ফ্রিতে চান তাহলে সাবলাইম ইউজ করুন (যদি সত্যিই কোড করার ইচ্ছা থাকে, ড্রীম উইভারের মত গ্রাফিকেলি এইচটিএমএল/সিএসএস রুল লিখতে পারবেন না), স্বভাবতই প্রশ্ন উঠবে সাবলাইম কি আছে যেটা ড্রীমউইভারে সাথে যায়, হ্যা আমিও ড্রীমউইভার ইউজ করতাম এবং এটার চরম ফ্যান ছিলাম, সাবলাইমের ফিচারগুলো (মূলত জেনকোডিং) দেখে আমাকে সাবলাইমে আসতে হয়। বলে রাখা ভাল সাবলাইম একটি প্রিমিয়াম এপ এবং প্রাইস 70 ডলার, এটার ট্রায়াল পিরিয়ড আনলিমিটেড টাইম এবং ফ্রিতে ইউজ করা যায় এজন্যই।
ফিচার/টিউটোরিয়াল এর জন্য এখানে দেখুন (ফ্রি)
কিভাবে সাবলাইমে নতুন নতুন ফিচার (এক্সটেনশন) এড করা যায় সেটা নিয়ে একটা পোষ্টও দিয়েছিলাম নিজের ব্লগে, সময় থাকলে দেখতে পারেন।
বিদ্র: আমার লেখাটুকু তাদের উদ্দেশ্যেই যারা আসলেই কোডার বা কোডার হতে চায়।
যদি প্রিমিয়াম গ্রেডের জিনিস ফ্রিতে চান তাহলে সাবলাইম ইউজ করুন (যদি সত্যিই কোড করার ইচ্ছা থাকে, ড্রীম উইভারের মত গ্রাফিকেলি এইচটিএমএল/সিএসএস রুল লিখতে পারবেন না), স্বভাবতই প্রশ্ন উঠবে সাবলাইম কি আছে যেটা ড্রীমউইভারে সাথে যায়, হ্যা আমিও ড্রীমউইভার ইউজ করতাম এবং এটার চরম ফ্যান ছিলাম, সাবলাইমের ফিচারগুলো (মূলত জেনকোডিং) দেখে আমাকে সাবলাইমে আসতে হয়। বলে রাখা ভাল সাবলাইম একটি প্রিমিয়াম এপ এবং প্রাইস 70 ডলার, এটার ট্রায়াল পিরিয়ড আনলিমিটেড টাইম এবং ফ্রিতে ইউজ করা যায় এজন্যই।
কিঞ্চিৎ অফটপিক - যেন কোডিং (বা এমেট) আসলে সাবলাইমটেক্সটের ফীচার না। অন্ততঃ আরো ১৫-২০টা টেক্সট এডিটরে এমেট ব্যবহার করা যায়। এমনকি ডৃম উইভারের জন্যও যেন কোডিং প্লাগিন আছে।
কিঞ্চিৎ অফটপিক - যেন কোডিং (বা এমেট) আসলে সাবলাইমটেক্সটের ফীচার না। অন্ততঃ আরো ১৫-২০টা টেক্সট এডিটরে এমেট ব্যবহার করা যায়। এমনকি ডৃম উইভারের জন্যও যেন কোডিং প্লাগিন আছে।
একটুলী ব্রাকেটে "যেন কোডিং" লেখাটা ইনসার্ট করছিলামই আপনার কথাটা ক্লিয়ার করার জন্য কিন্তু পুরোটা কমপ্লিট করি নাই এবং আপনাকে কনফিউজ করে ফেলছি, যাহোক জিনিসটা চমৎকার
ভাই আপনি নিজেই ত চেষ্টা করে দেখতে পারেন।
www.google.com এখানে দেখেন খুজে পেতে পারেন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » সফটওয়্যার » Adobe Dreamweaver Cs3 চাই
০.০৭৯০৬৯১৩৭৫৭৩২৪২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৫৪৪২৯৬৬১০৭৮৩ টি কোয়েরী চলেছে