@হারপিক খান/নিনঝা :
ওয়েলকাম ব্যাক
এন্ড অগ্রিম ভিটামিন বি মোবারক। 
যাই হোক অন দ্যা টপিক, গেমিং পিসির জন্য ১-১.৫ লাখ টাকা খরচ করতে হবে।
ফায়ারফক্স লিখেছেন:প্লেস্টেশন আর এক্সবক্স এ ঘন ঘন আপডেট করা লাগে না কিন্তু এসবের জন্য আলাদা গেম ডিভিডি লাগে খেলার জন্য যেটা খুব এভেইলেবল নয় ......
ঘনঘন না হলেও ১/২ বছর পর ঠিকই আপডেট করা লাগে। তখন খরচটা বেশীই+পুরোনোটা বেচতে না পারলে একটা গার্বেজ পরে থাকে। তার উপর সব গেম সব জায়গায় (কনসোল/পিসি) রিলিজ হয় না। এবং আজকালকার বেশীরভাগ কনসোল ডিভাইসই ব্যাকওয়ার্ডস কম্প্যাটিবল নয়।
কিছু কিছু কনসোল এর গেম পিসিতে খেলতে পারবেন, বাট উ্ল্টোটা করতে পারবেন না।
আর আলাদা ডিভিডি লাগে নাহ। হ্যাক করা থাকলে আইএসও নামিয়ে ডিভিডি কিনে বার্ন করে নিলেই হয়। নতুনগুলোতেতো তাও করা লাগে নাহ মনে হয়, একটা আলাদা হার্ডডিক্স দেয়া থাকে।
ফায়ারফক্স লিখেছেন:তবে এজন্য এক্সবক্স মড করে নিতে হবে যা বেশ ঝামেলার এবং সেটা ঝুঁকি পূর্নও বটে।
এক্সবক্সের ব্যাপারে জানিনা, তবে পিএস গুলো যে পদ্ধতিতে হ্যাক করা হয় তাতে ঝুকির পরিমাণ অনেক, অনেকটাই কম। হার্ডওয়্যারে কিছুই করা লাগে না, সব সফটওয়্যার লেভেলের।
ফায়ারফক্স লিখেছেন:নতুন প্লেষ্টেশনে শুনলাম অরিজেনার ডিভিডিও চলবে না যদি সেটা আরেকজনের কাছ থেকে ধার করা হয়......
পিএস৪ এ এমন কোন রেস্ট্রিকশন নেই(ইনফ্যাক্ট এক্সবক্স ওয়ানের অনেক ঝামেলাই নেই)। এক্সবক্স ওয়ান এ ছিল, পরে এটা উঠিয়ে দেবার কথা হয়েছিল। এখন কি করেছে তা অবশ্য জানিনা(কনসোল গেমিং এ এখন আর আগ্রহ নেই)।
"Monsters are merely those which cross a certain line. Customs, laws, justice, taboos--They cross those lines, fully aware that they exist."