টপিকঃ ফালতু টিপস ৫: ফ্যাক্টরি রিসেট করা অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে লগইন
[ডিসক্লেইমার: ফোরামে সম্ভবত আমি-ই একমাত্র ব্যক্তি যে সবার কাছ থেকে উপকার নিয়ে বেড়ায় কিন্তু অন্যকে উপকার করার কোনো সাধ্য নাই- কারণ আমি টেকি-অন্ধ! কিন্তু মাঝেমধ্যে সাধ-আহ্লাদ হয় দুয়েকটি টিপস দেবার। এই ফালতু টিপস সিরিজ সেরকমই আহ্লাদের আউটপুট। আমরা মাঝেমধ্যেই এমন কিছু সমস্যায় পড়ি যেগুলো অন্যকে বললে হাসবে, কিন্তু যে সমস্যায় পড়েছে তার কাছে সেগুলো বিশাল কিছু একটা! ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এসব সমস্যার সমাধান কীভাবে করা হয়েছে- তারই ভিত্তিতে এই সিরিজ চলবে। সুতরাং ফালতু টিপস থেকে সিরিয়াস কিছু আশা করা যাবে না।]
ধরা যাক, আপনি নতুন অ্যান্ড্রয়েড সেট কিনলেন। ভাবলেন, গুগল প্লে-তে ঢুকে নামিয়ে নিই কিছু দারুণ দারুণ অ্যাপস। কিংবা কোনো কারণে পুরনো সেটেরই ফ্যাক্টরি রিসেট দিতে হলো, সব ডেটা গেল মুছে। এখন গুগল প্লে-তে ঢুকতে গেলে আপনাকে জিমেইলের মাধ্যমে কানেক্টেড হতে হবে। ইউজার নেম, পাসওয়ার্ড দিলেন- কিন্তু একটু পরেই বার্তা আসলে আপনার হয় ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভুল!
ঘটনা কী?
চেক করার জন্য ডিফল্ট ব্রাউজারে গিয়ে জিমেইল চেক করে আসলেন একই ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে। ওখানে ঠিকঠাকই কাজ করলো। আবার গুগল প্লে-তে আসলেন এবং আবার একই ঝামেলা! ইউজার নেম ও পাসওয়ার্ড মিলছে না!
এই সমস্যায় পড়েছেন কখনো?
পড়লে ধরে নেন, আপনার জিমেইলে 2-Steps Verification system চালু আছে। কম্পিউটারে গিয়ে জিমেইলে লগইন করে ওই অপশনটা অফ করে দিন। তারপর দেখুন অ্যান্ড্রয়েডে গুগল প্লে চলে কিনা! প্রয়োজনে আবার অপশনটা অন করে দিতে পারেন।
আমার ধারণা, এই বিষয়টা সবাই আগে থেকেই জানতো। কিন্তু কোনো কারণে আমার অজানা ছিল। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি ওয়াই ফ্যাক্টরি রিসেট দেয়ার পর থেকে গুগল প্লে-তে ঢুকতে পারছিলাম না। তখন নেটে গুতাগুতি করে এই সমাধান পেলাম, কাজ হয়েছে।
ফালতু টিপসের জন্য আশা করি বিরক্ত হন নি।