টপিকঃ কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........
সন্ত্রাসবিরোধী এক সেমিনারে একজন জার্মান মুসলিম পণ্ডিত কিছু কথা বলেছিলেন সবার উদ্দেশ্যে......
যখন তাকে সন্ত্রাসবাদ ও ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি উত্তরে কিছু কথা বলেছিলেন যা আমার পছন্দ হয়েছিল......
তিনি বলেন:
কারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করে? মুসলিম? নিশ্চই না ......
কারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে? মুসলিম? নিশ্চই না ......
কারা অস্ট্রেলিয় প্রায় 20 লক্ষ আদিবাসীদের নির্দয় ভাবে হত্যা করে? মুসলিম? মনে হয় না
কারা হিরোশিমা এবং নাগাসাকিতে মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা ব্যবহার করেন? মুসলিম? সম্ভবত না ......
কারা উত্তর আমেরিকার নেটিভসদের বিভিন্ন সময়ে 100 লক্ষ হত্যা করে? মুসলিম? না......
কারা দক্ষিণ আমেরিকার 50 লক্ষ এর বেশি নেটিভসকে হত্যা করে? মুসলিম? নিশ্চিত না......
কারা জোর করে দাস হিসেবে আফ্রিকান 180 লক্ষ মানুষদের অপহরণ করে এবং তাদের খাটিয়ে মেরে ফেলেছিল?? যারা দূর্বল হয়ে যায় এবং কাজ করতে পারেনা তাদের আটলান্টিক মহাসাগর মধ্যে ফেলে দিত? মুসলিম? নিশ্চিত ভাবে ইতিহাস তা বলে না.........
না উপরের কোনটাতেই মুসলিম জড়িত ছিলনা......
এখন প্রথম কথা হল, সঠিকভাবে সন্ত্রাসবাদ সংজ্ঞায়িত করুন ...
একজন অ-মুসলিম যদি কিছু খারাপ কিছু করে .. তখন এটা শুধুই অপরাধ। অপরদিকে একজন মুসলিম যদি কোন কিছুতে প্রতিবাদ জানায় বা নিজেদের রক্ষা করে, তখন তিনি একজন টেরোরিস্ট এবং এটাকেই টেরোরিজম বলে
সুতরাং প্রথমে এই ডাবল স্টন্ডার্ড দুর করুন ... এবং তারপর আলোচনায় আসুন