সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (১৯-০৯-২০১৩ ২০:৪৭)

টপিকঃ কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

সন্ত্রাসবিরোধী এক সেমিনারে একজন জার্মান মুসলিম পণ্ডিত কিছু কথা বলেছিলেন  সবার উদ্দেশ্যে......

যখন তাকে সন্ত্রাসবাদ ও ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি উত্তরে কিছু কথা বলেছিলেন যা আমার পছন্দ হয়েছিল......

তিনি বলেন:

কারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করে? মুসলিম? নিশ্চই না ......

কারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে? মুসলিম? নিশ্চই না ......

কারা অস্ট্রেলিয় প্রায় 20 লক্ষ আদিবাসীদের নির্দয় ভাবে হত্যা করে?  মুসলিম? মনে হয় না

কারা হিরোশিমা এবং নাগাসাকিতে মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা ব্যবহার করেন? মুসলিম? সম্ভবত না ......

কারা উত্তর আমেরিকার নেটিভসদের বিভিন্ন সময়ে 100 লক্ষ হত্যা করে? মুসলিম? না......

কারা দক্ষিণ আমেরিকার 50 লক্ষ এর  বেশি নেটিভসকে হত্যা করে? মুসলিম? নিশ্চিত না......

কারা জোর করে দাস হিসেবে আফ্রিকান 180 লক্ষ মানুষদের অপহরণ করে এবং  তাদের খাটিয়ে মেরে ফেলেছিল?? যারা দূর্বল হয়ে যায় এবং কাজ করতে পারেনা তাদের আটলান্টিক মহাসাগর মধ্যে ফেলে দিত? মুসলিম? নিশ্চিত ভাবে ইতিহাস তা বলে না.........

না উপরের কোনটাতেই মুসলিম জড়িত ছিলনা......

এখন প্রথম কথা হল,  সঠিকভাবে সন্ত্রাসবাদ সংজ্ঞায়িত করুন ...

একজন  অ-মুসলিম যদি কিছু খারাপ কিছু করে .. তখন এটা শুধুই অপরাধ। অপরদিকে একজন মুসলিম যদি কোন কিছুতে প্রতিবাদ জানায় বা নিজেদের রক্ষা করে, তখন তিনি একজন টেরোরিস্ট এবং এটাকেই টেরোরিজম বলে

সুতরাং প্রথমে এই ডাবল স্টন্ডার্ড দুর করুন ... এবং তারপর আলোচনায় আসুন

সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (২০-০৯-২০১৩ ১১:২৪)

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

এডিটেড

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

মানে সেই বক্তার নাম ভুলে গেছি এবং কোন লিংকও দিতে পারব না, এছাড়া কোথায় দিব হেজিটেশনে ছিলাম
মডুগণ মনে করলে উপযুক্ত বিভাগে সরিয়ে নিতে পারেন

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

হাসির বাক্সে দেওয়া ঠিক হয়নি ।

আর্ন্তজাতিক মিডিয়াই দায়ী মুসলামনদের এভাবে তুলে ধরার জন্য ।

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

সবাই অভিযোগ বাটনে ক্লিক করে অন্য বিভাগে দিতে বলেন......  আর এটা আমি ইউটিউবে অথবা টিভিতে দেখেছিলাম ......

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

হাসির বাক্সে যাওয়ার মত কোনো পোস্টই না এটি।

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

সুন্দর পোষ্ট। smile তবে আপনার মতো সিনিয়র ফরামিকদের তো এমনটা হওয়ার কথা না? sad খুব টেনশনে আছেন নাকি ভাই?  sad

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

@মেহেদী ভাই
আমি একটা টপিক ভুল বিভাগে পোষ্ট করেছি, প্লিজ ইডিট করে দেন

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

হাসির বাক্সে দেয়ার মত ভুল কিভাবে হতে পারে আমার বোধে আসলো না, এখানে কোন জিনিসটা হাসির মনেহয়েছিল?  angry angry

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (২০-০৯-২০১৩ ১২:৪১)

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

১১

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

রাগ করবেন না ফায়ারফক্স ভাই,
আসলে এরকমটা হতেই পারে,হঠাত হঠাত এমন ভুল হয়ে যায় যা কখনো চিন্তায়ও আসে না। মডারেটর পোস্ট সরিয়ে অন্য বিভাগে নিয়েছেন,এখন আর হাসির বাক্সে নেই।
কষ্ট করে অনুবাদ করে সেটা শেয়ার করার জন্য ধন্যবাদ smile

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (২০-০৯-২০১৩ ১২:০৭)

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (২০-০৯-২০১৩ ১২:১৮)

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

এটা জেনারেলাইজেশন মনে হতে পারে... কিন্তু অন্য ধর্মালম্বীরা প্রথমে ধর্ম দেখেনা দেখে সেই ধর্মের অনুসারীদের... সেই ধারনা থেকে যাচাই করে এটা কেমন ধর্ম হতে পারে...  তাইনা??  কিন্তু এমন যুদ্ধং দেহী মনোভাব থাকলে কেমনে কি!!! এখন আমার দেখার সীমায় আমিতো বলব যে আপনারা উগ্র...... যারা ভালো কিছু লিখতে চায় বা সত্য বলতে চায় তারাও আগ্রহী হবেন না......
মানলাম আমি এখন কিছু লিখেছি বা এমন বিভাগে লিখেছি যাতে অনুভূতিতে আঘাত হেনেছে...
আপনাদের অনেকের কাছেই মডারেটর এডমিনদের নাম্বার আছে বা আরও দ্রুত ব্যবস্থা নেয়ার সুযোগ ছিল বা আছে...
ভুল বিভাগ বোঝার পর মনে করলাম এটা এডিট করে নতুন আরেকটা টপিক বিবিধ বা অন্য বিভাগে খুলব......  কিন্তু সেটা একটা মেস হবে প্লাস এটাতে কমেন্ট এসেগেছে......

আরেকটা জিনিস ধর্ম নিয়ে ক্যাচাল করে এবং ইসলামের পক্ষে যুক্তি প্লাস ফেসবুকের ফেক ফটো সূত্র দিয়ে টপিক খুলে বা পোষ্ট করে অযাথা ঝগড়া না করে
সহজ কথায় এমন প্রমাণ বা ৫ বা ৬ টা লাইন বললে যে কেউ সহজে বুঝবে আসলে সমস্যা কোথায়...... তাইনা?? অনেক কঠিন কথা সহজে বলা যায়। শুধু দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে।
এগেইন লিড বাই এক্সামপল

১৪

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

দিরঘদিনের অভিজ্ঞ,অনেক শমান্নয়ার অধিকারী ফরামিক কিভাবে এই ভুল বিভাগে
পোস্ট করল তা দুঃখজনক sad sad
এই বিভাগে যেহেতু পোস্ট করলেন ই তাহলে মিথ্যার আশ্রয় নেয়ার কি দরকার ছিল? waiting
একজন কে দিয়ে যে আপনি পুরা মুসলিম জাতির বিবেচনা করবেন তা আশাতীত। neutral

১৫

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

সিংঘাম আপনার কথা পরস্পর বিরোধী......  "কিভাবে এই ভুল বিভাগে
পোস্ট করল তা দুঃখজনক " এবং "এই বিভাগে যেহেতু পোস্ট করলেন ই তাহলে মিথ্যার আশ্রয় নেয়ার কি দরকার ছিল? "
সিংঘাম এটা এখন আর ভুল বিভাগে নেই...... এবং মডারেট্র গণ সরিয়েছেন আমি পোষ্ট করি নাই ...
এইটাই হলো সমস্যা একজন বলছে তাই বাকিরাও সেইসুরে ত্যানা পেজাইতেছে??
সত্য মিথ্যা নিয়ে সন্দেহ থাকাতেই আমি সিরিয়াস বিভাগে দেইনি, এবং হাসিরবাক্সে কিভাবে দিলাম বুঝতে পারছিনা...
যাক আপনি এমন একটা টপিক দেন যেখানে সন্ত্রাসবাদ বলতে ভুল বোঝানো হয় বা সবার ভুল ভাঙ্গবে......  সেটা করবেন না একজন সেটা করলে তাকে টেনে নামাবেন
আপনি শুনে শুনেই মোল্লা হয়ে গেছেন দেখা যায় আমার সাথে আগের ইতিহাস ভুলতে পারছেন না?? আর আমার সম্মাননা নিয়ে আপনার এত জ্বলে কেন?? যান উদাসীন বা ইনভার ভাইয়ের কাছ থেকে কিছু নিন নাইলে ছবি অপু বা ইলিয়াস ভাই নিশ্চই চাইলে কিছু দিয়ে দিবে...

আমি আর কোন কথা বলব না এই পোষ্ট নিয়ে...

১৬

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

ত্যানা প্যাচানো কি বাঙালি জাতির দোষ নাকি গোটা মুসলিম উম্মাহর দোষ আল্লাহ তায়ালা ভাল বলতে পারবেন...।
লেখাটা কোন জার্মান স্কলার না বলে যদি স্বয়ং ফায়ারফক্স ভাইই বলে থাকেন তাহলেও সমস্যা কি আল্লাহ মালুম।
কথাগুলোতো আর মিছা না!

“যে ব্যক্তি ক্ষুধার্তকে অন্নদান করে, আল্লাহপাক তাকে জান্নাতে ফল খাওয়াবেন। যে তৃষ্ণার্তকে পানি পান করায়, আল্লাহ তাকে জান্নাতে শরবত পান করাবেন। যে কোন দরিদ্রকে বস্ত্র দান করে আল্লাহপাক তাকে জান্নাতে পোষাক দান করবেন”। (তিরমিযী)

১৭

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

আশিকুর_নূর'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১৮

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (২০-০৯-২০১৩ ১৫:০১)

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

২০

Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........

@ফায়ারফক্স
কপি পেস্ট লেখা কিভাবে শেয়ার করতে হয় তা এতো দিনেও শিখলেন না !!?? মূল পোস্টে সূত্র বা সংগ্রহ করা লেখা তা বলা উচিৎ ছিল।

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত