Re: কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........
কপি পেস্ট লেখা মানে?? আমার লেখা ভাবানুবাদ...... কিছু র্থও পরিবর্তন করেছি...
আমি কি ইংরেজি লেখা মেরে দিছি নাকি?? আর ইংরেজি লেখাতেও কিছু ভুল ছিল......
আপনারা থাকেন আমিও সারিম মিয়ার পথে হাটা দিলাম......
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........
কপি পেস্ট লেখা মানে?? আমার লেখা ভাবানুবাদ...... কিছু র্থও পরিবর্তন করেছি...
আমি কি ইংরেজি লেখা মেরে দিছি নাকি?? আর ইংরেজি লেখাতেও কিছু ভুল ছিল......
আপনারা থাকেন আমিও সারিম মিয়ার পথে হাটা দিলাম......
কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........
সন্ত্রাসীরাই সন্ত্রাসী তাদের কোন ধর্ম নেই, দেখেননি ভারতে কি হচ্ছে, বার্মায় কি হয়েছে, কি হচ্ছে ইসলাইলে? আসলে এক সময়ে মুসলমানরাই বিশ্ব শাষন করেছে, এখন দিনে দিনে হারিয়ে যাচ্ছে মুসলিম শাষন - তাই অনেকের মনে ভয় কখন আবার মুসলমানরা বিশ্ব শাষন শুরু করে তাই তারা মুসলিমরাই শুধু সন্ত্রাসী হিসাবে প্রচার করে বেড়াচ্ছে
ফায়ারফক্স ভাই খুব খারাপ লাগলো আপনার এহেন অবস্থা দেখে। ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনি অনেক শক্তিশালী একজন ফোরামিক। এমনকি মাত্র আপনার লেখাগুলো পড়ে আমি ঠিক মেলাতে পারছিলাম না আগের আপনি আর এখনকার আপনার সাথে।
যাইহোক ভুল মানুষ করবে এটাই সত্য। এর জন্য কাউকে এভাবে আক্রমন করাটা সমীচিন নয়। তারউপর তিনি নিজের ভুল স্বীকার করেছেন। কিছুটা সময় মানসিকভাবে মানুষ কিছুটা বিপর্যস্ত থাকতেই পারে। আর সে কারনে ভুল হতে পারে। একজন মানুষ অনেক বয়সী ও অনেক অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু তার মানে এই না যে সে নির্ভুল। সেও ভুল করে অজান্তে। ফাফা ভাইও হয়তো অবচেতন মনের প্রয়াসে ভুল করে ফেলেছেন। এবং সবথেকে বড় বিষয় হল তিনি সেটা ধরতে পেরেছেন ও স্বীকার করেছেন। এরপর আমি মনে করি তাকে এভাবে হেয় করার কোন মানে হয় না।
এডিট করার দরকার নাই। কথাগুলো চরম আকারে সত্যি। আর সত্য থেকে পিছিয়ে আসাটা আপনার উচিত হবে না যে যাই বলুক না কেন।
ফায়ারফক্স ভাই খুব খারাপ লাগলো আপনার এহেন অবস্থা দেখে। ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনি অনেক শক্তিশালী একজন ফোরামিক। এমনকি মাত্র আপনার লেখাগুলো পড়ে আমি ঠিক মেলাতে পারছিলাম না আগের আপনি আর এখনকার আপনার সাথে।
বুঝলাম না......
@ডেডু এখন কি ঠাকুরমার ঝুলি প্রকাশের জন্য দিনরঞ্জন মিত্রের পার্মিশন নিতে হবে??
আমি যেটা বলেছি সেটা ট্রুথ...... ধরেন এটা আমিই বলেছি...
@আউল আপনি লেখাটা পড়েছেন?? লেখায় সবার উদ্দেশ্যে এটাই বলা হয়েছে কেন মুসলিমকেই সন্ত্রাসী হিসেবে সন্দেহ করা হয়?? যেখানে বড় বড় ঘটনা হয়েছে মুসলিম সম্পৃক্ততা ছাড়াই ...
আরেকটা কথা আউল ভাই হয়ত আপনার সংসারে অসুবিধা আছে বা কোষ্ঠ পরিষ্কার হচ্ছে না সেজন্য এখানে অস্থিরতা কেন?? একটু শান্ত ভাবে পোষ্ট পড়ে তারপর মন্তব্য করা যায় না??
@কোরাকোরা ভাই অন্ন চিন্তা চমৎকার, মাসে দুই তিনবার ১ জিবি এবং নাইট টাইম ৫ জিবি নেওয়ার পর তা শেষ হলে আর উপায় থাকেনা...... ( বিড়ালতো সাধে গাছে চড়ে না ...... )
এ লাইনদুটো সাদা করে রাখার মানে বোধগম্য হল নাহ।
তিনবার ১জিবি= ৩০০x৩০০=৯০০ টাকা (ভ্যাট ছাড়া)
নাইট টাইম ৫জিবি(এটা কোন প্যাকেজ বুঝলাম না,ওয়েবসাইটে দেখলাম পি৩ এ ২জিবি পরে এফইউপি)= ২৫০ টাকা (ভ্যাট ছাড়া)
টোটাল আসে ১১৫০ টাকা (ভ্যাট ছাড়া) ২০০ কেবিপিএস লাইনের জন্য। খরচতো আপনিই বেশী করছেন।(আমার থেকেও) এর থেকেতো বিলাই/কুবি তেও কম খরচ পরে (স্পীডের হিসেবে)।
ফোরামে কয়েকদিন আগে রবি/বাংলালিংকের সার্ভিসের খুব সুনাম শুনলাম। কে জানি বলেছিল লিমিট নেই। খরচও মেবি কম। একটা সিম নিয়ে ছোট প্যাকেজ নিয়ে একটা ট্রাই দিয়ে দেখুন কেমন সার্ভিস পান।
হয়ত আপনার সংসারে অসুবিধা আছে বা কোষ্ঠ পরিষ্কার হচ্ছে না সেজন্য এখানে অস্থিরতা কেন?? একটু শান্ত ভাবে পোষ্ট পড়ে তারপর মন্তব্য করা যায় না??
ভাইয়ে আপনি আমারে আয়না ভাবছেন?
আমি আমার মন্তব্য যোগ করেছিলাম মাত্র - কিছু হলেই আমাদের দেশে বলে এটা করেছে ঔমুক..........
ফাফা একটা ভুল করেছেন বিভাগ নির্বাচনে। সেটা তিনি স্বীকার করেছেন এবং মডুদের টপিকটি অন্যত্র সরিয়ে নিতে অনুরোধ করেছেন তারপরেও বিষয়টা নিয়ে লেবু কচলানোর মানে পাইলাম না।টপিকের বিষয়বস্তু নিয়ে আলোচনা না করে টপিকের বিভাগ নিয়ে আলোচনা করা আসলেই খুব ভাল লক্ষণ না।
আউল ভাই টপিক বা মন্তব্য পড়া নয় বরং না পড়েই নিজের মন্তব্য করায় বিশ্বাসী।
ব্যাপারটা অনেকটা এরকম যে- "আমি টয়লেটে যাবার আগেই সাবান দিয়ে হাতা ধুয়ে নেই। যাতে টয়লেট থেকে বের হয়ে আর হাত ধুতে না হয়!!"
দুঃখিত যে উদাহরণটা ড় হয়ে গেল। কিন্তু এর চেয়ে যুতসই কিছু পাচ্ছিলাম না।
@ কোরাভাই আমি গরীব মানুষ এটা মাইক মেরে প্রচার করা কেমন দেখায় না?? যার বোঝার এমনিই বুঝবে......
আর আমি ঢাকায় এখন থাকতেছি না ইভেন গ্রামের বাড়িতেও থাকি না, আমি শুধু দৌড়ের উপর থাকতেছি।
গত মাসে তিনবার ঢাকা থেকে বাড়ী, বাড়ী থেকে ঢাকা এসেছি গিয়েছি...
কোন ভাইবা বা নিয়োগ পরীক্ষা থাকলে যাই দুইদিন থেকে আবার আসি... এসেই আবার অনেক সময় যেতে হয় এমন করে চলছে...
আমার গ্রামের বাড়িতে কথা বলার জন্যও ঠিকমত রবি কানেক্সশন পায়না... বাংলালিংক এর সমস্যা হলো এরা টাইম স্লট করে স্পিড দেয় মনে হয় ......
ধরুন আপনি নেট চালু করলেন, মডেমে ৭০% নেটোয়ার্ক পেল। সুন্দর ব্রাউজ হচ্ছে ঠিক যখন ৭টা বা ৫ টা বাজবে তখন নেটয়ার্ক বার কমে যাবে স্পীড পাবেই না শুধু ডিস্কানেক্ট হবে...
রিস্টার্ট বা কোন ভাবে ঠিক হয় না, কিন্তু এক বা দুই ঘণ্টা পর আবার ঠিক
টেলিটক নেই আবার এয়াটেল থেকেও নেই ...
আগে (২০১১ এর আগে) গ্রামে আসলে নেট ইউজ করতে পারতাম না। টিভির এন্টিনার তার মডেমে লাগালে একটু নেট পাওয়া যেত কিন্তু গত বছর থেকে জিপি ভাল উন্নতি করেছে...
ফলে বাধ্য হয়েই জিপি ইউজ করি, নাহলে এই বাজেটে কিউবি বা ব্রডব্যান্ড পেতাম
তাও চলত ......
ক্যাডবেরির একটা এডছিলনা "খানে বালোকা খানেকা বাহানা চাহিয়ে......"
আমার হইছে সেম অবস্থা এইমাসে ব্রেকিংব্যাডের ফাইনাল সিজন ডাউনলোড তো আরেকমাসে ডেক্সটার... ( ঢাকা গেলে আমি পাইলট ভাই আর মাকসুদ ভাইয়ের কাছ
আমি বোঝাতে চেয়েছি আগের লেখায় কেমন যেন ধার ছিল একটা। সব কমেন্টের উত্তর ছিল আপনার কাছে সুন্দর যুক্তি সহকারে কিন্তু আজকে সেটা ছিল না। অবশ্য এখন আবার সেটা ফিরে এসেছে। কমেন্ট পড়ে বুঝলাম।
আমি বোঝাতে চেয়েছি আগের লেখায় কেমন যেন ধার ছিল একটা। সব কমেন্টের উত্তর ছিল আপনার কাছে সুন্দর যুক্তি সহকারে কিন্তু আজকে সেটা ছিল না। অবশ্য এখন আবার সেটা ফিরে এসেছে। কমেন্ট পড়ে বুঝলাম।
বয়স ভাই বয়স...... বুড়া হয়ে যাচ্ছি......
ভালোকরে দেখেন আগের পোষ্ট অসমাপ্ত রেখেই সাবমিট করেছি...... আরও কিযেন লিখেছিলাম অথবা লিখতে চেয়েছিলাম...
♫♩♪〽♫ সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমেরে... ♫♬♩♪〽♫
এইটাই হলো সমস্যা একজন বলছে তাই বাকিরাও সেইসুরে ত্যানা পেজাইতেছে?? .
আমি আর কি স্ববিরোধীতা করব,আপনিই তিনবার করেছেন এই টপিক করলেন।
ফায়ারফক্স এইটা ইতিহাসে আরও একবার ঘটেছিল।
ইতিহাসে যার যার বলার ছিল তা স্পষ্ট ভাবে লিখা আছে।পড়ে নিতে পারেন।
টপিক আর কি করব কমেন্ট ঠিক মত পারছি না
আপনার সম্মাননা,পোস্ট count নিয়ে কান্নাকাটি এইসব জলানি আপনার কাছেই রাখুন।শুধু ইনবার ছবি ইলিয়াস উদাশিন ভাই থেকে নই আমি আপনার কাছ থেকেও অনেক কিছু পেয়েছি
"আমি টয়লেটে যাবার আগেই সাবান দিয়ে হাতা ধুয়ে নেই। যাতে টয়লেট থেকে বের হয়ে আর হাত ধুতে না হয়!!"
ভালো - ভালো তো
Fight in the way of Allah those who fight you but do not transgress. Indeed. Allah does not like transgressors. Quran 2:190
So let those fight in the cause of Allah who sell the life of this world for the Hereafter. And he who fights in the cause of Allah and is killed or achieves victory - We will bestow upon him a great reward. Quran 4:74
খাইছে আমারে!!!
সবার আক্রমণাত্মক ভাব দেখে তো মনে হচ্ছে এটা প্রজন্ম ফোরাম না ফেইসবুক !
হে আল্লাহ তুমি আমাদের সকলকে দয়া কর। সহনশীলতা বৃদ্ধি করে দাও....
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » কেন মুসলিমরাই শুধু সন্ত্রাসী.........
০.০৭৯১৫৯০২১৩৭৭৫৬৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৯.৫৯০৫৭৩৬৮৭৪৯২ টি কোয়েরী চলেছে