টপিকঃ আমাকে তোমা হতে কিছু শব্দ ধার দাও না! দিবে কি?
শব্দের খেলার যাদুকর তুমি,
স্বপ্নের বাড়ি তোমার, সাজাও কবিতা দিয়ে,
কবিতা দিয়ে দাঁড় করেছ কঠিন দেয়াল,
কবিতার দেয়াল দেয়ালে বাজে শব্দের অনুরণন;
ঝকঝকে মন ভুলানো শব্দের শো পিচ দিয়ে সাজানো,
তোমার কবিতার ড্রয়িং রুম,
কবিতার বেড রুম সাজিয়েছ,
পিংক কালার শব্দের রং দিয়ে আর
ছোট্ট একটি লাইব্রেরী
পরিপাটি বেলীর ঘ্রানে মাতাল রুমটিতে
বইয়ের পর বই যেনো শব্দের স্তুপ,
কবিতার বাড়িতে রেখেছ!
আমার জন্য লম্বা একটি বারান্দা!
দখিনা বাতাসে দুলে শব্দের দোলনা
আমি তুমি পাশাপাশি বসে খাই
শব্দ দিয়ে তৈরী স্পর্শের গরম কফি,
শব্দের খেলায় অনুভূতির দোলনায় দুলাও
অনুভবে ভাসাও শব্দের বন্যায়....
শব্দের ভালবাসায় জড়িয়ে রাখ আমায় তুমি।
আমিও কবিতা বাড়ি বানাবো!
শব্দ দিয়ে সাজাবো রুম, ছাদ, আঙ্গিনা
বাড়ির সামনে থাকবে শব্দের বাগান
বাগানে ফুটবে হরেকরকম শব্দ ফুল
ফুলে মৌ মাছি হয়ে উড়ে এসে বসবে তুমি,
আমি তোমাকে বন্দি করব,
চুরি করব তোমা হতে শব্দের মউ,
অথবা জোর করে শব্দ চাইব তোমার কাছে
আমাকে কিছু শব্দের ইট ধার দিবে কি?
দিবে তো? দিয়ো তোমার ভান্ডার হতে যৎ সামান্য শব্দ।
=================================
(তুমির জায়গায় তোমরা হবে কিন্তু
যারা কবিতায় সুন্দর সুন্দর শব্দ দিয়ে কবিতার সৃষ্টি করে
তাদের কাছ থেকে আমি কিছু শব্দ ধার চাই, উদা দা, কামরুল ভাইয়া, ছড়াবাজ,
গৌ দাদা আরো অনেকে ই সুন্দর শব্দ দিয়ে কবিতা সৃষ্টি করেন)
এই মেঘ এই রোদ্দুর