টপিকঃ নিবেদিতা
তুমি আমার অথই সাগরবেলা-
উথাল পাথাল ঢেউয়ের ছলে,
কানে কানে কথা বলে-
তুমি ঘটাও জোয়ার ভাটার খেলা।
তুমি আমার আঁখির কাজলরেখা-
বিনিদ্র রাত নিথর দুপুর,
প্রাণে বাজে তোমার নূপুর-
তুমিই জ্বালো প্রেমের অগ্নিশিখা।
তুমিই আমার ভালোবাসার চিতা-
নিখাঁদ প্রেমের বাঁশি ঠোঁটে-
তোমার পাঁয়ে আসি ছুটে;
নিবেদিতা, আমার নিবেদিতা।
[oporazitaর নিবেদিতা গল্প অবলম্বনে]
তবু এ হৃদয় বড় উচাটন
কখন আসবে ফাগুন