টপিকঃ জিটিএ ৪ খেলতে পারছি না খুবই স্লো হচ্ছে (সাহায্য চাই বড় ভাইদের কাছে)
আমি গতকাল জিটিএ ৪ কিনে আনলাম ৮০ টাকা দিয়ে এর পরে পিসিতে ইনস্টল দিলাম তারপর ১৩.২ GB হয়ে গেল কিন্তু গেইমস ওপেন করলে slowww hoy আমি যদি একদম লো রেজুলেশন দিই তাও স্লো হয় আবার যদি 1280x720 ও 1366X768 দিই তাও স্লো হয় এখন এর কি কোন উপায় আছে? যদি তাহলে প্লিজ আমাকে সাহায্য করুন আমার একটি প্রিয় কম্পানির গেইমস যদি সুন্দর করে না খেলতে পারি তাহলে কেমন হয়। আমার পিসি সব কিছু ঠিক আছে