টপিকঃ কাঙ্খিত নরক
কাঙ্খিত নরক
-----------
তোমার প্রশ্রয়ী স্পর্শ
মাঝে মাঝে জ্বেলে দেয়
অযুত অগ্নিকুন্ড।
লেলিহান শিখাগুলো
সাগ্রহে গ্রাস করে
আমার নশ্বর রক্ত-মাংসকে।
কৈশোর পেরুনো কামনাগুলো
সহসাই হতে চায় রতিরঙ্ক যুবা।
ইচ্ছে করে
ছিঁড়ে-খুঁড়ে ফেলি সবকিছু,
তছনছ করে ফেলি-
তোমার অলিগলি।
অতঃপর-
নিয়ত দহনে খাক হতে হতে
শীতল আগুনে পুড়ে যেতে যেতে,
ভাবি-
তুমি ও নরক তো সমার্থক!
তবু এই নরকই হোক
এই অনিকেত’র
নিশ্চিত নিবাস।