সর্বশেষ সম্পাদনা করেছেন মেরাজ০৭ (১২-০৯-২০১৩ ১১:১৭)

টপিকঃ সকালে খেতে পারিনা

আগে আমি অনেক খেতে পারতাম। এখন থেমন খেতে পারিনা।
ব্রেকফাস্টে তো কিছুই পারিনা খেতে। ভেতরে নামেনা খাওয়া।

আর অন্য সময় অল্প কিছু খেলে আর খেতে পারিনা। মানে হঠ্যাৎ করে আর খেতে পারিনা। (ভাত এক্সেপশন যদি বাসায় হয়। বাইরে খেলেও আবার একই কাহিনী)

কাহিনী কি?  এর আগে একবার বলেছিলাম। মরনিং সিকনেস বলে হেসে উরিয়ে দেয়া হয়েছিল। আমার কাছে তো এটা মরনিং সিকনেস বলে মনে হচ্ছেনা।  এর কারনে আমার স্বাস্থ্য উল্লেখযোগ্য হারে কমছে। যা মোটেও কাম্য নয়। (ডায়বেটিস নাই। চেকড)


(Btw. আমার সাইনুসাইটিস হয়েছে। ওষুধ চলছে। নরলাম খাবার কি খাবো কি খাবোনা একটু জানাবেন।)

ধন্যবাদ

Re: সকালে খেতে পারিনা

একজন বিশেষজ্ঞের পরামর্শ নাও দ্রুত

Re: সকালে খেতে পারিনা

শরীরে কোনো না কোনো অসুবিধা হয়েছে জন্যই ঐ সময়ে এবং অন্য সময়ে কিছু গ্রহণে বাধা দেয়। শুনেছি প্রচুর পানি খেলে শরীরের সিস্টেম ঠিক থাকে। হালকা গরম পানি পান করলে আরো ভালো। সকালে দুই গ্লাস পানি। একটা দুই লিটারের বোতল প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভরে সারাদিন হিসাব করে এর চেয়ে যেন কম পানি না খাওয়া হয় সেই চেষ্টা করা উচিত (আমি নিজেও খুব কম পানি খাই  sad )। বাইরে ঘোরাঘুরি করলে ৫০০ মিলি'র বোতল।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সকালে খেতে পারিনা

Re: সকালে খেতে পারিনা

সম্ভবত আপনি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন , আবার দীর্ঘদিন ধরে মানসিক ডিপ্রেশান এ ভুগলেও এ ধরনের জটিলতা দেখা দেয় । আমি দীর্ঘ এক বছর এ যন্ত্রনার মধ্য দিয়ে গেছি, এমন ও হয়েছে সকাল বেলা জোর করে খেতে গিয়ে বমিও করে ফেলেছি । আপনি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হউন । সমস্যা যত ছোটই হোক না কেন অবহেলা করা ঠিক না।

জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পর তখন আবার যদি দেখা হয় তোমার আমার . . . . . .

Re: সকালে খেতে পারিনা

Re: সকালে খেতে পারিনা

জন্ডিস হলে খাবার থেকে গন্ধ আসে, যখন জন্ডিস খুবই ঘাড়ো হয়ে পড়ে। খাবারের প্রতি অরুচি চলে আসে। খাবার খেতে ইচ্ছে করে না। কিছু খেলেই বমির ভাব হয়। আমার একটাইমে খুব ঘাড় জন্ডিস হয়েছিলো। তখন পানি পযর্ন্ত খেলে বমি হতো।

আমাকে কোথাও পাবেন না।

Re: সকালে খেতে পারিনা

Re: সকালে খেতে পারিনা

শুধুমাত্র সকালে যেহেতু এরকম হচ্ছে তার মানে এটা জন্ডিস না।

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন অরিহন্ত (১২-০৯-২০১৩ ১৬:৫৬)

Re: সকালে খেতে পারিনা

Life IS Neither TEMPEST, NOR A midsummer NIGHT'S DREAM, BUT A COMEDY OF Errors,
ENJOY AS U LIKE IT

১১

Re: সকালে খেতে পারিনা

আপনার কী অনেক রাত পর্যন্ত জেগে কাজ করার অভ্যাস আছে?

"No ship should go down without her captain."

হৃদয়১'এর ওয়েবসাইট

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (১২-০৯-২০১৩ ১৭:৩৮)

Re: সকালে খেতে পারিনা

আমার পরামর্শ যদি নেন তাহলে বলবো আপনার ক্ষুধামন্দার কারন হয়তো কিডনীর সমস্যা হতে পারে। কিডনীর রোগ হলে সকালে খাওয়ার রুচি আসে না। বমি বমি ভাব হয়। শারীরিক দূর্বলতার কারনে ওজন কমে যায়। আপনার কি প্রস্রাব ঠিক মতো হয়? প্রসাবের পরিমান কমে যায়। আপনার কি শরীরে ব্যাথা হয় মাঝে মাঝে? কোমরে বিশেষ করে? এইসব লক্ষন একসাথে দেখা দিলে কিডনী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

তবে আপনি যেহেতু সায়নোসাইটিসে ভুগছেন হয়তো মেডিসিনের পার্শপ্রতিক্রিয়ার কারনে এমনটা হচ্ছে।

সায়নোসাইটিস রোগীরা নরমাল খাবারই খাবে তবে ওমেগা থ্রি আছে এমন খাবার বেশি খান। মাছ খান বেশি। রেড মিট ও দুধ এভোয়েড করুন।

১৩

Re: সকালে খেতে পারিনা

১৪

Re: সকালে খেতে পারিনা

সকালে আগে আমিও কিছু খেতে পারতাম না কিন্তু জোর করে প্রতিদিন একটু একটু করে খাবার বাড়ানোর চেষ্টা করেছি। এখন অন্তত দুটো রুটি খেতে পারি। আশা করি, আর কিছুদিন পর আরেকটু বেশি খেতে পারবো।

যা খাবেন, তাড়াহুড়ো করে খাবেন না, খাওয়ার সময় খাবারের প্রতি মনোযোগ দিন। আস্তে আস্তে চিবিয়ে খান। খাবারটাকে উপভোগ করুন। আশা করি সমস্যার সমাধান হবে। smile

১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফ দি বস ৭ (১২-০৯-২০১৩ ২৩:০১)

Re: সকালে খেতে পারিনা

আমারও এরকম হয়েছিল ২০১০ এ। ভাত আর মুরগী ছাড়া কিছু খেতে পারতাম না। হঠাৎ করেই ভাত খেতে পারতাম না। বমি বমি আসত। সব বেলাতেই। সিম্পটম তোমার মতই। শুধু এক্সট্রা হিসেবে মাঝে মাঝে গরম লাগত খুব। তাপমাত্রা ৯৯-১০০ এর মত হত যখন খুব গরম লাগত। (সো বুঝি নাই যে এটা জ্বর) তারপর হঠাৎ করে ঘাম ছেড়ে ঠান্ডা হয়ে যেত শরীর।

পরে কিছুদিন পরে হঠাৎ করে জ্বর আসল এবং টেস্ট করে দেখলাম Salmonella Typhee Virus এ আক্রান্ত হয়েছি। Typhoid হয়েছিল। ১মাস জ্বরে ভোগার পর ওষুধ খেয়ে সেরে গেল। পরে আবার ১৫ দিন পরে টাইফয়েড জ্বরে আবার আক্রান্ত হয়ে আরও ১ মাস বিছানায় ছিলাম। প্রতিদিন ২বেলা রুটিন করে জ্বর আসত। ১০৪/১০৫ পর্যন্ত উঠত। পরে ট্যাবলেটে কাজ না হওয়ায় শেষের ১মাস ইনজেকশন দেওয়া লাগত দিনে ২টা। (ক্যানুলা লাগাতে হয়েছিল)

মাঝে মাঝে হঠাৎ ঘাম এসে চরম দুর্বল লাগত।

তুমি একটা ব্লাড টেস্ট করে আসতে পার। Salmonella Typhee Virus এর অস্তিত্ব আছে কিনা চেক করে আস। ১২০০ টাকার মত টেস্ট। (২টা ব্লাড+একটা ইউরিন). ICDDR,B থেকে করছিলাম।

১৬

Re: সকালে খেতে পারিনা

Life IS Neither TEMPEST, NOR A midsummer NIGHT'S DREAM, BUT A COMEDY OF Errors,
ENJOY AS U LIKE IT

১৭

Re: সকালে খেতে পারিনা

১৮

Re: সকালে খেতে পারিনা

প্রতিদিন সকালে একটি ডিম , একটি কলা , একটি আপেল খেয়ে জিমে চলে যাও , ২ ঘণ্টা জিম করে বাসায় ফিরে দেখবে সামনে যা পাবা তাই খেতে ইচ্ছা করবে  smile

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন নাকিব (১৪-০৯-২০১৩ ২১:০০)

Re: সকালে খেতে পারিনা

২০

Re: সকালে খেতে পারিনা