টপিকঃ সকালে খেতে পারিনা
আগে আমি অনেক খেতে পারতাম। এখন থেমন খেতে পারিনা।
ব্রেকফাস্টে তো কিছুই পারিনা খেতে। ভেতরে নামেনা খাওয়া।
আর অন্য সময় অল্প কিছু খেলে আর খেতে পারিনা। মানে হঠ্যাৎ করে আর খেতে পারিনা। (ভাত এক্সেপশন যদি বাসায় হয়। বাইরে খেলেও আবার একই কাহিনী)
কাহিনী কি? এর আগে একবার বলেছিলাম। মরনিং সিকনেস বলে হেসে উরিয়ে দেয়া হয়েছিল। আমার কাছে তো এটা মরনিং সিকনেস বলে মনে হচ্ছেনা। এর কারনে আমার স্বাস্থ্য উল্লেখযোগ্য হারে কমছে। যা মোটেও কাম্য নয়। (ডায়বেটিস নাই। চেকড)
(Btw. আমার সাইনুসাইটিস হয়েছে। ওষুধ চলছে। নরলাম খাবার কি খাবো কি খাবোনা একটু জানাবেন।)
ধন্যবাদ