টপিকঃ পেইন্টে আঁকা পেত্নী.........
কোনটা যে ভাল লাগে বুঝি না.....
১। ২।
৩। ৪।
এই মেঘ এই রোদ্দুর
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » পেইন্টে আঁকা পেত্নী.........
কোনটা যে ভাল লাগে বুঝি না.....
১। ২।
৩। ৪।
প্রথমটাই ভালো হইছে
থ্যাংকু
পলাশ মাহমুদ লিখেছেন:প্রথমটাই ভালো হইছে
থ্যাংকু
ওয়েলকাম
পছন্দ অইচে
আচ্ছা ছবিগুলো কি কম্পিউটারে আর্ট করেছেন নাকি কাগজ পেনসিল ব্যবহার করে
আচ্ছা ছবিগুলো কি কম্পিউটারে আর্ট করেছেন নাকি কাগজ পেনসিল ব্যবহার করে
ছবিগুলো দেখে আমিও তাই ভাবছিলাম। টপিকের শিরোনামে লেখা আছে "পেন্সিলে আঁকা পেত্নী........."। কিন্তু ছবির non-antialiased পিক্সেলগুলো দেখে মনে হচ্ছে পেন্সিল নয়, Pencil Tool দিয়ে আঁকা এবং পরে ফটোশপ বা অন্য কোন ফটো এডিটরে মডিফাই করা।
ভালই তো। মেয়ে মানুষ এঁকেছে, প্রশংসা না করে কি আর পারা যায়?
চালিয়ে যান, আরো ভাল হবে।
৩ নম্বর পেত্নীকে চাই
পেত্নী কেন বললে একে,
ধরবে কারো মুন্ডু চেপে?
মাথার চুলে ত্রিকোণ খোপা,
হাতের ডোরা লাগছে তোফা।
জ্বলছে কি চোখ আড়াল থেকে,
আঁকলে বুঝি আয়না দেখে?
সরি সরি সরি
পেইন্টে না লিখে ভুলে পেন্সিলে লিখে দিয়েছি
আসলে এম এস পেইন্টে একেছি
সময় লেগেছে আধাঘন্টা
ধন্যবাদ সবাইকে
প্রজন্ম ফোরাম » চারুকলা » পেইন্টে আঁকা পেত্নী.........
০.০৭১৭৮৭৮৩৪১৬৭৪৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.৮৫২২৪৭৬৭৮৫১২ টি কোয়েরী চলেছে