টপিকঃ পান বিবি ফোরামের ফন্টের সাইজ পরিবর্তনে সাহায্য প্রয়োজন

পান বিবি দিয়ে বানানো বাংলা ফোরামের ফন্টের সাইজ পরিবর্তন করা যায় কিভাবে? প্রজন্ম ফোরামের ফন্টের সাইজ কত? এই সাইজের ফন্ট কিভাবে সিলেক্ট করা যায়? এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। পাশাপাশি ফোরামের থিম পরিবর্তন করার পদ্ধতিও জানালে কৃতজ্ঞ থাকব।

"তুমি নির্মল কর, মঙ্গল কর মলিন মর্ম মুছায়ে। তব পূণ্য কিরন দিয়ে যাক মোর মোহ-কালিমা ঘুছায়ে, মলিন মর্ম মুছায়ে"।-রজনীকান্ত সেনের এই গানটি মনকে ক্ষণিকের জন্যে হলেও নিয়ে যায় সকল লোভ লালসার উর্দ্ধে এক আধ্যাতিক চেতনায়।

Re: পান বিবি ফোরামের ফন্টের সাইজ পরিবর্তনে সাহায্য প্রয়োজন

থিম পরিবর্তন নিয়মঃ
১. Cpanel এর Style নামক ফোল্ডারে থিমটা আপলোড করেন ।আনকমপ্রেস করেন ।
২. ফোরামের এডমিন আইডি দিয়ে লগইন করে ।এডমিনেষ্ট্রেশনে যান ।সেখান থেকে থিমটা একটিভ করে দেন ।

ফন্ট পরিবর্তনঃ
১. প্রজন্ম ফোরামের ফন্টসাইজ মনে হয় ১২px ।
২. Style >নিদিষ্ট থিম ফোল্ডার (যেটা একটিভ করা) >এর css ফাইলের ভেতরের ফন্ট সাইজ 12px করে দেন ।
(মোবাইলে থাকায় এবং অনেকদিন ধরে না ঘাটাঘাটিতে ফাইলের নামগুলো ভুলে যাওয়ায় বিস্তারিত জানাতে পারলাম না ।)

Re: পান বিবি ফোরামের ফন্টের সাইজ পরিবর্তনে সাহায্য প্রয়োজন

"তুমি নির্মল কর, মঙ্গল কর মলিন মর্ম মুছায়ে। তব পূণ্য কিরন দিয়ে যাক মোর মোহ-কালিমা ঘুছায়ে, মলিন মর্ম মুছায়ে"।-রজনীকান্ত সেনের এই গানটি মনকে ক্ষণিকের জন্যে হলেও নিয়ে যায় সকল লোভ লালসার উর্দ্ধে এক আধ্যাতিক চেতনায়।