টপিকঃ পান বিবি ফোরামের ফন্টের সাইজ পরিবর্তনে সাহায্য প্রয়োজন
পান বিবি দিয়ে বানানো বাংলা ফোরামের ফন্টের সাইজ পরিবর্তন করা যায় কিভাবে? প্রজন্ম ফোরামের ফন্টের সাইজ কত? এই সাইজের ফন্ট কিভাবে সিলেক্ট করা যায়? এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। পাশাপাশি ফোরামের থিম পরিবর্তন করার পদ্ধতিও জানালে কৃতজ্ঞ থাকব।