টপিকঃ এর সমাধান কি ?

আমার পিসি (win 7) থেকে কোন mp3,mp4 বা অন্য ফাইল মেমরিকার্ডে সেন্ড করে মোবাইলে চালু করলে তা Show করেনা ~X( চার পাঁচটা মেমরিকার্ডে ট্রাই করেও ফলাফল এক। আমি এভাষ্ট এর আপডেট ভার্সনটা ইউস করছি । এর সমাধান কি হতে পারে?

Re: এর সমাধান কি ?

ফাইল আন হাইড করুন তাহলে দেখা যাবে।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: এর সমাধান কি ?

আমার মনে হচ্ছে আপনার পিসির সকল ফাইল হাইড করা আছে।
ফাইল শো করার জন্য যা যা করতে হবে
১। যেই ফাইলটি শো করবেন সেইটার উপড় ক্লিক করে Properties এ গিয়ে Hidden নামক লেখার উপড় থেকে টিক সরিয়ে ফেলুন ও Ok দিন। এবার আপনার পিসির ফাইল আপনার মেমরিতে সেন্ড করে দেখুন কাজ হয় কিনা thumbs_up

Re: এর সমাধান কি ?

সকল ফাইল আন হাইড করা আছে..... hairpull

Re: এর সমাধান কি ?

Re: এর সমাধান কি ?

রাজিব আহসান'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: এর সমাধান কি ?

আমার মোবাইলের মেমরি কার্ডের সব ফাইল শর্টকাট হয়ে গেছে।এখন কি করতে পারি?

আমি যাবো সেই পাহাড়ে, যে পাহাড়ে আদৌ কোন মানব সন্তান যেতে পারেনি...

সর্বশেষ সম্পাদনা করেছেন প্যারিস (২৫-০৯-২০১৩ ২২:০০)

Re: এর সমাধান কি ?