টপিকঃ ওয়েবকোচবিডির জন্য হেল্প চাই
আসসালামু আলাইকুম,
প্রায় ২ বছর পর ঢুকলাম। আগের সবাই আছেন তো? আশা করি ভালই আছেন। এর আগেও ঢোকার চেষ্টা করছিলাম কি যেন একটা এরর মেসেজ দিচ্ছিল মনে নেই। যাই হোকে একটা সমস্যা হয়েছে, একটু হেল্প লাগবে।
webcoachbd.com এর কথা কেউ জানতে পারেন। হোস্টিং নিয়ে মহা সমস্যায় পরেছি। ইকরাতে ছিল কিন্তু শেষ পর্যন্ত অবস্থা খুব খারাপ। হোস্টিং বাতিল করেছি এখন সাইট বন্ধ।
আপাতত হোস্টগ্যাটরে শেয়ারড হোস্টিং এ নিতে চাচ্ছি পরে এখানেই ভিপিএস এ যাব। এখন সমস্যা হল ডলার পাঠানো নিয়ে। এখানে ডলারওয়ালা দেশের লোক তো থাকারই কথা।
আসেন একটা বিশ্বস্ত কানেকশনের পরে আপনার বাংলাদেশের কারো একাউন্টে কিছু টাকা পাঠিয়ে দেই আপনি শুধু ঐ পরিমান ডলার হোস্টগ্যাটরে একটু পাঠিয়ে দিন।
https://www.facebook.com/WebcoachbdForDeveloper এখানে বা refatju@yahoo.com এ যোগাযোগ করুন।
অথবা ডলার পাঠানোর অন্য কোন way থাকলে কেউ suggest করুন প্লিজ।
হে..................ল্প