টপিকঃ লিনাক্স মিন্টে স্ক্রীন ব্রাইটনেস অ্যাডজাস্ট

আমি লিনাক্স মিন্ট 15 ল্যাপটপে ইনস্টল করেছি। কিন্তু স্ক্রীন ব্রাইটনেস কমালেও কমছে না। কি করতে হবে? একটু সমাধান বললে খুশি হতাম।

Re: লিনাক্স মিন্টে স্ক্রীন ব্রাইটনেস অ্যাডজাস্ট

উবুন্টুতে কনট্রাস্ট কমানোর জন্য xcalib ব্যবহার করতাম। gamma/brightness সহ আরো কি কি টুইক করার অপশন ছিল। শেষ চেষ্টা হিসেবে ওটা দেখতে পারেন। তার আগে অন্যদের মতামত নিয়ে নিলে ভাল হয়।