টপিকঃ ২১৩৩ বাস এর র্যম ১৬০০ তে চলছে, সমস্যা কি পাওয়ার এর?

আমার এক বন্ধুর Asus p8b75mlx plus B75 চিপসেট মাদারবোর্ড যা কিনা ২১৩৩ র্যম সাপোর্ট করে। ওর প্রসেসর হচ্ছে i5 3470। ও যখন ২১৩৩ র্যম লাগিয়ে মাদারবোর্ড দিয়ে অটো Overclock দিয়ে ২১৩৩ র্যম এনাবল করে তখন বুট এর সময় আবার বায়োস সেটং রিসেট হয়ে ১৬০০ বাস এই র্যম চলতে থাকে।

ও কিভাবে ২১৩৩ বাস এ র্যম চালাতে পারবে? ওর কি পাওয়ার সাপ্লাই কম? নাকি প্রসেসর K সিরিজ না দেখে ওভারঅল ওভারক্লক সাপোর্ট হচ্ছে না?

Re: ২১৩৩ বাস এর র্যম ১৬০০ তে চলছে, সমস্যা কি পাওয়ার এর?

২১৩৩ বাস হয়ে খুব লাভ হবে বলে মনে হয় না, কারন প্রসেসর ওই স্পিডে চলছে না। কাজেই আল্টিমেটলি যেটার স্পিড কম এখানে সেটাই আপনার ম্যাক্সিমাম আউটপুট বলা যায় এক অর্থে। মোটা পাইপের সাথে চিকন পাইপ লাগানো থাকলে চিকন পাইপ দিয়ে ট্রানফার হওয়া পানির গতিই সর্বোচ্চ হবে, মোটা পাইপ দিয়ে কতখানি করতে পারে সেটা গৌণ হয়ে যায়।

যাইহোক, ওই বাস এনাবল করতে মাদারবোর্ডের স্পেসিফিক কোন রিকোয়ারমেন্ট আছে কিনা সেটা আগে নিশ্চিত হয়ে নিন।

Re: ২১৩৩ বাস এর র্যম ১৬০০ তে চলছে, সমস্যা কি পাওয়ার এর?

Re: ২১৩৩ বাস এর র্যম ১৬০০ তে চলছে, সমস্যা কি পাওয়ার এর?

2133 তো ওভারক্লক মোডে রান করবে দেখি, তো উনার র্যাম ২১৩৩ ওভারক্লক মোড সাপোর্ট করে ? না করলে তো রিসেট হতেও পারে।

সর্বশেষ সম্পাদনা করেছেন arnob216 (২৪-০৮-২০১৩ ২১:২১)

Re: ২১৩৩ বাস এর র্যম ১৬০০ তে চলছে, সমস্যা কি পাওয়ার এর?

Re: ২১৩৩ বাস এর র্যম ১৬০০ তে চলছে, সমস্যা কি পাওয়ার এর?

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ২১৩৩ বাস এর র্যম ১৬০০ তে চলছে, সমস্যা কি পাওয়ার এর?

Re: ২১৩৩ বাস এর র্যম ১৬০০ তে চলছে, সমস্যা কি পাওয়ার এর?