১ ২১-০৮-২০১৩ ২২:০১ সর্বশেষ সম্পাদনা করেছেন রাশেদুল ইসলাম (২১-০৮-২০১৩ ২২:২৭)
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
উনি সম্ভবত ব্রডব্যান্ড কানেকশান এর এফটিপি সার্ভার থেকে ডাউনলোড করেছেন।
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
512 Kbps মানে 64 KB/s আর আপনি যদি 512 KB/s অর্থাৎ 4Mbps এর কথা বলে থাকেন তাহলে সেটা দুর্লভ কোন ব্যাপার না। আমার আগের অফিসের নেটের স্পীড ছিল 6Mbps
৫ ২১-০৮-২০১৩ ২২:২২ সর্বশেষ সম্পাদনা করেছেন রাশেদুল ইসলাম (২১-০৮-২০১৩ ২২:২৬)
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
৬ ২১-০৮-২০১৩ ২২:২৩ সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (২১-০৮-২০১৩ ২২:২৫)
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
ঘটনাটা নিছক বাঙালীর বাড়িয়ে বলার উদাহরন ছাড়া আর কিছু নয়।
প্রথমত, একটা মুভি নুনতম ৬০০ মেগাবাইট করে হলেও ১২ টা মুভি ৭২০০ মেগা বাইট। আধা ঘন্টায় হয় ১৮০০ সেকেন্ড। মানে সেকেন্ডে ৪ মেগাবাইট, মানে ৩২ মেগাবিট/সেকেন্ড ডাউনলোড কানেকশন!
দ্বিতীয়ত (ধরে নিলাম তার ৩২ মিগাবিট ডাউলোড কানেকশন আছে)
বর্ননা থেকে আরও ধরে নেয়া যায় যে ১২ টি মুভি কিছুটা হলেও রেয়ার মুভি। যেহেতু তার ১৮টেরাবাইটের কালেকশনে সেই মুভি গুলো নেই। অতএব সেই ১২টা রেয়ার মুভির সব গুলো কোন একটা এফটিপি সার্ভারে থাকার সম্ভবনা শুন্য। আর টোরান্ট থেকে ডাউনলোড করলে ঐরেয়ার মুভিগুলোতে অত আল্ট্রা স্পিড পাওয়ার জন্য পর্যাপ্ত সিডার/লীচার থাকার সম্ভবনাও নগন্য।
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
একটা ছবি তুলে আনতে বলতে পারেন । তাহলে দেখে চক্ষু সার্থক করা যেত ।
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
১৮ টেরাবাইট তো!! নিশ্চিতভাবেই উনি এফটিপি সার্ভার থেকে ডাউনলোড করেছেন।ক্ষেত্রবিশেষে ১৫-২০ এমবি/সেকেন্ড করে স্পীড পাওয়া যায়। আর এত্ত এত্ত মুভি সাধারন চার কি ছয় এমবিপিএস লাইন দিয়ে নামানো সম্ভব না বলা যায়
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
আমিও একজনকে দেখেছি এই স্পিডে মুভি নামাতে! জিজ্ঞেস করছিলাম। উত্তর দিলেন, তোমার জেনে কাজ নেই!
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
এফটিপি সার্ভার থেকে ডাউনলোড করেছেন বলে আমার ধারনা।
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
১৮ টেরা মুভি আছে এটা বিশ্বাস যোগ্য না। সম্ভবত কানে কানে কথা বলার ইফেক্টের মত করে এই তথ্য বের হয়েছে। ১৮ টেরা মুভি ডাউনলোড করা কোন ব্যাপার না। লোকাল এফটিপি বা টরেন্ট থেকে ১-২ বছরেই এত ডাউনলোড করা সম্ভব। তবে যদি বিভিন্ন ফ্রেন্ডদের কাছ থেকে হার্ডডিস্ক থেকে কপি করে আনে তবে ১ মাসেই ১৮ টেরা বাইট ডাটার মালিক হওয়া কোন ব্যাপার না। ১৮ টেরা সাইজ হলেই যে প্রচুর মুভি থাকবে তা কিন্তু না। হয়ত ভাল কোয়ালিটির প্রিন্টের মুভি আছে। যেগুলোর সাইজ অনেক বেশি। সেদিন একটা লর্ড অব দ্য রিংস মুভির কালেকশন দেখলাম, সাইজ ৬০ গিগা। এরকম করে কালেকশন করে বেশি মুভি থাকার কথা না।
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
ইসস আমাদের এখানে যে কবে আসবে এমন হাই স্পিডের ইন্টারনেট অপেক্ষায় বুড়া হয়ে যাব
Re: কোন ধরণের নেট কানেকশনের গতি 512KBps+?
১৮ TB মুভি রাখার জন্য, ১৮ টা ১টিবি, বা ৯টা ২টিবি, অথবা ৬টা ৩টিবির হার্ডডিস্ক লাগবে ! যাইহোক অামাদের এখানে কলকাতায় এয়ারটেল ৪জি এলটিই চালু হয়েছে, যার স্পিড ১০০ এমবিপিএস।
ENJOY AS U LIKE IT