টপিকঃ ল্যাপটপ টু ল্যাপটপ ইন্টারনেট শেয়ারিং...... সাহায্য প্রয়োজন

ল্যাপটপে জানালা-৭ চালাই। Network sharing center থেকে new connection সেটাপ করে অন্য ল্যাপটপে connect করে ঠিকমতন। কিন্তু সমস্যা হচ্ছে যে, দ্বিতীয় ল্যাপটপে no internet access দেখায়। অর্থাৎ সে শুধুমাত্র প্রথম ল্যাপটপের সাথে নেটওয়ার্কিং করতে সমর্থ হয়েছে, কিন্তু প্রথম ল্যাপটপের ব্যবহৃত ইন্টারনেটে access পাচ্ছেনা। বেশ কিছুদিন আগে একই কাজ করে internet access পেয়েছিলাম। এখন পাচ্ছি না। কাহিনী কি বুঝতে পারছিনা।

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: ল্যাপটপ টু ল্যাপটপ ইন্টারনেট শেয়ারিং...... সাহায্য প্রয়োজন

প্রথম ল্যাপটপে Connectify Me ব্যবহার করে একটে ওয়াইফাই হটস্পট তৈরী করুন। এরপর দ্বিতীয় ল্যাপটপ থেকে ওয়াইফাই দিয়ে কানেক্ট করুন।

Re: ল্যাপটপ টু ল্যাপটপ ইন্টারনেট শেয়ারিং...... সাহায্য প্রয়োজন

IPv4 কনফিগ চেক করুন। কনফিগার ঠিকমত করা আছে কিনা দেখুন। গেটওয়ে রিসলভ জনিত সমস্যা থাকতে পারে। তাছাড়া নতুন কানেকশন ক্রিয়েট করার পর যে কানেকশন দিয়ে শেয়ার করবেন সেটার প্রোপার্টিজ এ গিয়ে "শেয়ারিং" এনাবল করে দিন যে কার্ডে শেয়ার করতে চাচ্ছেন।

Re: ল্যাপটপ টু ল্যাপটপ ইন্টারনেট শেয়ারিং...... সাহায্য প্রয়োজন

ল্যাপটপ টু ল্যাপটপ ইন্টারনেট শেয়ারিং এর মানে কি আর এ করলে কি হয়? প্রথম শুনলাম

সর্বশেষ সম্পাদনা করেছেন তার-ছেড়া-কাউয়া (১৮-০৮-২০১৩ ১৭:৪৮)

Re: ল্যাপটপ টু ল্যাপটপ ইন্টারনেট শেয়ারিং...... সাহায্য প্রয়োজন

হে হে হে। খুবই ফালতু সমস্যা ছিলো। আপনাদেরকে কষ্ট দিলাম। দুঃখিত। ঘুম থেকে উঠে আপনাদের উত্তর দেখলাম। তারপর দেখি Internet connection sharing অপশনে FTP, http, https ব্লা ব্লা গুলো চেকমার্ক করা ছিলো না। করে দিলাম। এখন দিব্যি কাজ করছে big_smile big_smile ধন্যবাদ আপনাদেরকে।

** মডারেটররা চাইলে টপিক বন্ধ করে দিতে পারেন। পবলেম ছলভড lol lol

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: ল্যাপটপ টু ল্যাপটপ ইন্টারনেট শেয়ারিং...... সাহায্য প্রয়োজন

এখানেই একটা প্রশ্ন করে দিই ।

আমার কাছে দুটি ব্রডব্যান্ড কানেকশন আর একটি মডেম থাকলে কিভাবে দুটো কানেকশনকেই ব্যবহার করতে পারব ?

যদি করতে পারি , তাহলে স্পিড কত পাব ? দুটো কানেকশনের যোগফল ?

খুব স্টুপিড প্রশ্ন বলে নিজেরই মনে হচ্ছে ।

Re: ল্যাপটপ টু ল্যাপটপ ইন্টারনেট শেয়ারিং...... সাহায্য প্রয়োজন

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ল্যাপটপ টু ল্যাপটপ ইন্টারনেট শেয়ারিং...... সাহায্য প্রয়োজন

Re: ল্যাপটপ টু ল্যাপটপ ইন্টারনেট শেয়ারিং...... সাহায্য প্রয়োজন

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: ল্যাপটপ টু ল্যাপটপ ইন্টারনেট শেয়ারিং...... সাহায্য প্রয়োজন

১১ সর্বশেষ সম্পাদনা করেছেন রেজওয়ানুর (২১-০৮-২০১৩ ২২:০৭)

Re: ল্যাপটপ টু ল্যাপটপ ইন্টারনেট শেয়ারিং...... সাহায্য প্রয়োজন

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: ল্যাপটপ টু ল্যাপটপ ইন্টারনেট শেয়ারিং...... সাহায্য প্রয়োজন

আমি কানেক্টিফাই ডিসপাচ দিয়ে এক সাথে লিংক থ্রী, বাংলালায়ন , জিপি তিনটি নেটউয়ার্ক কানেকশন   ব্যবহার করেছি। পরিক্ষা করে দেখেছি নরমাল ব্রাউজিং ১ এমবির বাংলালায়ন দিয়ে হত। টরেন্ট ডাউনলোড ৫১২কেবির লিংক থ্রী দিয়ে হত, আর উইন্ডোজ আপডেট জিপি দিয়ে হত। কানেক্টিফাই ডিস্পাচ ব্যবহার করে দেখুন ভালো ফল পাবেন, আর পুরো বুন্ডউয়াথ ব্যবহার করতে পারবেন। কিন্তু একটা সমস্যাউ আছে, এটি পিসিকে প্রচুর প্রেসার দেয় । স্লো করে ফেলে। আমি একমাস দিব্বি ব্যবহার করেছি, কোন সমস্যা ছাড়াই