Re: প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে অতিথি পোস্ট ডিজেবল করা হল
শামীম ভাইয়ের চিন্তাটা প্রশংসনীয় এবং সময়োপযোগী। তিনি আমাদেরকে এটা নিয়ে ভাবার সুযোগ করে দিলেন এই টপিকটার মাধ্যমে।
জিমেইল বা লাইভমেইলে টুস্টেপ ভেরিফিকেশন অনেক গুরুত্বপূর্ণ কারন আপনার অনেক গুরুত্বপূর্ন দলিল, কাজ কর্মের লিস্টি সেখানে থাকে। যেখানে গুগোল একই আইডি দিয়ে মাল্টিপল সার্ভিস দেয় এমন ক্ষেত্রে টু স্টেপ ভেরিফিকেশন খুবই অত্যাবশ্যক এবং কাজের জিনিস। কিন্তু ফোরামে এটা করতে যাওয়া খাজনার থেকে বাজনা বেশী হয়ে যাবে বলেই মনে হয়।
আমারও আসলে তাই মনে হয়। ফোরামে এত ঝামেলা করে কে রেজি করবে তখন? মনে করুন কারো কম্পিউটারে কোন সমস্যা হল, তিনি সার্চ করে প্রজন্ম ফোরাম পেলেন, তখন দেখা যাবে রেজি করতেই তার আরো দশটা সমস্যা দেখা দিল। তাই আমার মনে হয় পরামর্শ সমাধান ফোরামে অতিথি পোস্ট অফ করলেও মডারেটরদের সাথে যোগাযোগের অন্য কোন ব্যবস্থা রাখা উচিৎ। সেটা হতে পারে কোন বিশেষ ইমেইল এড্রেস বা কনট্যাক্ট ফরম। (এটার প্রয়োজন, কারণ অনেকে রেজি করতেও সমস্যায় পড়তে পারেন। পরামর্শ ফোরামে পোস্ট রেস্ট্রিকটেড থাকলে তখন সে কিভাবে সমস্যার কথা পোস্ট করবে?)
আর যদি মডারেটরদের খাটতেই হয় আল্টিমেটলি, তাহলে আমি পোষ্ট মডারেশনের পক্ষপাতী। নতুন সদস্যদের প্রথম ৩০-৫০টি পোষ্টের প্রত্যেকটি মডারেশনের মধ্যে দিয়ে যাবে। তারপর তারা ফ্রী ভাবে পোস্ট করার ক্ষমতা পাবে। যাদের আসলেই "কোয়ালিটি" সম্পন্ন ফোরাম পরিবেশ দরকার, যাদের আসলেই প্রজন্মে থাকার ইচ্ছে তারা এতটুকু সহ্য করতেই পারবেন।
পোস্ট মডারেশনটাও যৌক্তিক। অনেক ফোরামে, যেমন linux questions ফোরাম-এ প্রথম ১৫টি পোস্ট করলে তারা পোস্টে URL/ইমেইল যোগ করতে দেয়। অন্যথায় টার্মিনালের কমান্ডেও যদি @ থাকে, সেটাও তারা গ্রহণ করে না! ...সেরকমই প্রথম ১৫-৩০টি পোস্ট, পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রকাশ না হয়ে মডারেটরের পরীক্ষার পর প্রকাশ হলে মন্দ হয় না। আশা করছি সেই ১৫-৩০টি পোস্ট ২৪ঘণ্টার ভেতরে পরীক্ষা করে প্রকাশ করা অসম্ভব হবে না।
আসলে এসব সমস্যা শুধু বাংলাদেশেই না, পৃথিবীর সব ফোরামেই হয়ে থাকে। তারা এটি ফাইট করার জন্য কিছু নিয়মও আবিষ্কার করেছেন। প্রজন্ম ফোরামের সমস্যাটা সমাধানের জন্য আমাদের আসলে তাদের সেই নিয়মগুলোর কথাই প্রথমে ভাবতে হবে। কারণ, প্রজন্মও সেগুলোর মতই একটি "ফোরাম"। তাদের সমস্যাও এক, সিচুয়েশনও এক, তাই তাদের সমাধানও আমাদের ফোরামের জন্য অনুসরণ করা অযৌক্তিক নয়। ...ইমেইল সাইটের জন্য যে নিয়ম প্রযোজ্য হবে তা ফোরামের জন্য প্রযোজ্য হবে, তা হয়তো ঠিক নয়।
A planet of Lazarus users