টপিকঃ কোন কার্নেল বর্তমানে সব থেকে বেশী ব্যবহৃত

যারা অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তারা হয়তো অনেকেই কার্নেল শব্দটির সাথে পরিচিত নাও থাকতে পারেন- কার্নেল হলো অপারেটিং সিস্টেমের প্রানভোমরা স্বরূপ। হার্ডওয়্যার এর সাথে এপ্লিকেশন সফটওয়্যারগুলির যোগাযোগ রক্ষার জন্য কিছু কমন কাজ যেমন- ফাইল স্ট্রাকচার নিয়ন্ত্রন, ফাইল অপারেশন সমূহ, মেমোরী ম্যানেজমেন্ট ইত্যাদি কাজগুলি কার্নেল লেভেলে হয়ে থাকে। প্রতিটি অপারেটিং সিস্টেমের পিছনে এ কার্নেল ভিত্তি হিসেবে কাজ করে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো একমাত্র লিনাক্স বাদে বেশিরভাগ অপারেটিং সিস্টেমই তাদের বানিজ্যিক নামে পরিচিত -

যেমন -
উইন্ডোজ ওএস এর কার্নেল - উইন এনটি
ম্যাক ওএস এর কার্নেল - ডারউইন
এন্ড্রয়েড ওএস এর কার্নেল - লিনাক্স

দু'বছর আগে হলে হয়তো প্রশ্নটি করার প্রয়োজন হতো না। কিন্ত বর্তমান কম্পিউটিং জগত প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। স্মার্ট ফোন, ট্যাবলেট, ফ্যাবলেট, রাউটার, ফায়ারওয়্যাল, ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্ট টিভি ... এভাবে প্রতিনিয়ত আমরা নতুন নতুন কম্পিউটিং নির্ভর ডিভাইসের জগতে প্রবেশ করছি।

এখন মনে হয় সমগ্র পৃথিবীতে গেমিং, ব্রাউজিং ইত্যাদি কাজের জন্য স্মার্ট ডিভাইসের ব্যবহার ডেস্কটপ, ল্যাপটপকে ক্রস করতে যাচ্ছে। সবাই পোর্টেবিলিটি চায়। এজন্য হাই এন্ড গেমিং পিসিতে খেলার চেয়ে রাস্তায় জ্যামের মাঝে বসে এন্ড্রয়েড গেম খেলা, ব্রাউজিং করা, পিডিএফ পড়া এগুলি দ্রুত বাড়ছে।

ডেস্কটপ, ল্যাপটপে যেমন উইন্ডোজ/ম্যাক এর আধিপত্য ছিল - সেটি কি এখনও আছে? আমি বাসাতে ২টি ল্যাপটপ ও ১টি ডেস্কটপ থাকা সত্বেও সপ্তাহে মাত্র ১/২ দিন বসি এগুলির সামনে। বেশির ভাগ সময় স্মার্টফোনেই কাজ সেরে নেই।

এখন মূল প্রশ্ন হলো- পৃথিবীতে বর্তমানে কোন কার্নেল সবথেকে বেশি ব্যবহৃত?

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফুল_বিডি (১৪-০৮-২০১৩ ১২:১০)

Re: কোন কার্নেল বর্তমানে সব থেকে বেশী ব্যবহৃত

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: কোন কার্নেল বর্তমানে সব থেকে বেশী ব্যবহৃত

seeming is being

Re: কোন কার্নেল বর্তমানে সব থেকে বেশী ব্যবহৃত

Re: কোন কার্নেল বর্তমানে সব থেকে বেশী ব্যবহৃত

এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য লিনাক্স কার্নেল এখন সবচেয়ে বেশি ব্যবহৃত। এরপর এনটি (উইন্ডোজ), এরপর ম্যাক।