টপিকঃ কম্পিউটারে কার্ডরিডার, পেনড্রাইভ কাজ করছে না । জরুরী হেল্প প্রয়োজন
সুপ্রিয় ফোরামিক ভাইয়েরা , আসসালামু আলাইকুম । আমার পিসিতে যখন CPU এর ইউএসবি পোর্টের সাথে কার্ডরিডার , পেনড্রাইভ লাগাই তখন USB Device is not recognized লেখা আসছে । আবার পিসি রিষ্টার্ট দিলে প্রথমবার কার্ডরিডার , পেনড্রাইভ সংযোগ পায় । পরে আরেক রিস্টার্ট না দেয়া পর্যন্ত আর কোন কার্ডরিডার , পেনড্রাইভ সংযোগ পায় না । উইন্ডোজ দিয়েছি তার পরও এ ঝামেলা করছে । কেউ বিষয়টির সমাধান জানলে আশা করি খুব দ্রুত সমাধান পাব ।