Re: প্রজন্মে আপদকালীন মডারেটর চাই।
শিপলু ভাই বেশী জমিতে গাছ না লাগাইয়া শুধু আগের গাছে সার দিলে ফলন খুব বাড়বে না......
এক কাজ করা যেতে পারে ড়্যাব না আর্মির কাউকে মডু বানানো যেতে পারে, পরে মোবাইল, মেইল ট্রেসিং করে পুইতা পুইতা
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » প্রজন্মে আপদকালীন মডারেটর চাই।
শিপলু ভাই বেশী জমিতে গাছ না লাগাইয়া শুধু আগের গাছে সার দিলে ফলন খুব বাড়বে না......
এক কাজ করা যেতে পারে ড়্যাব না আর্মির কাউকে মডু বানানো যেতে পারে, পরে মোবাইল, মেইল ট্রেসিং করে পুইতা পুইতা
মডু বাড়িয়ে কোনও লাভ নাই। কয়েকদিন পর মডু মডু ঝগড়া শুরু হবে।
মডারেটরের সংখ্যা কিছু বাড়ানো উচিৎ।
এই দুই তিনদিন ঈদের সময় ফোরামে ছিলাম না। তাই ঠিকমত আন্দাজ করতে পারছি না, ঐ সময়ে কি হইছে। যতটুকু জানি প্রজন্মে এমনিতেই যথেষ্ট মডারেটর আছে বা ছিল । কিন্তু অনেকেই এখন ফোরামে আসেন না। মডদের মধ্যে এখন শুধু তিরাশি ভাই, শিপলু ভাই আর শামীম ভাইকে শুধু ফোরামে দেখা যায়। তাদের ফোরামে না আসার কারন হল গত এক বছরে আমরা এই ফোরামের যথেষ্ট বাজে পরিবেশ তৈরি করেছি। এবং মনেহয় এটাই একমাত্র কারন তাদের না আসার। ব্যাস্ততাও একটা কারন হতে পারে অনেকের জন্য।
খুব ভালো হয় যদি নতুন ইউজারদের পোস্ট গুলা সবসময় মডারেশনের আওতায় থাকে। অর্থাৎ, মডরা নতুন ইউজারদের পোস্ট এপ্রুভ না করলে সেগুলা পোস্ট হবে না বা এই জাতীয় কিছু। তাহলে হয়ত নতুন ইউজাররা এই ধরনের স্প্যাম পোস্ট করতে পারবে না।
ইলিয়াস ভাইয়ের সাথে একমত। ২/৩ জন আপদকালীন মডু রাখা যেতে পারে যদি পানবিবি আর টেকনিক্যাল টিম সাপোর্ট দেয়। তারা শুধু বিশেষ সময়ের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন।
এই মডুরা কি কি করছে তার ট্র্যাকিং রাখা যেতে পারে।
লিমিটেড এক্সেস দেয়া যেতে পারে।
নতুন ইউজারের পোস্ট এপ্রুভ করা যেতে পারে।
নতুন কোনো একাউন্টের মাধ্যমে প্রথম ১০০টি পোস্ট মডুদের ছাড়াও আপদকালীন মডুদের মাধ্যমে এপ্রুভ হতে পারে।
মোবাইল নম্বর ভেরিফিকেশনের ব্যবস্থা রাখা যেতে পারে।
নতুনদের একদিনে ১০টার বেশি পোস্ট করা থেকে বিরত রাখা যেতে পারে।
প্রজন্মবট সংযোজন করা যেতে পারে যাতে নতুন করা পোস্টগুলো সবসময় নজরদারীতে রাখা যায়। মানে পোস্টে কোনো এডাল্ট ছবি বা লিংক থাকলে সাথে সাথে ঐ পোস্ট ট্র্যাশে (মডারেশন প্যানেলে) সরিয়ে দেবে।
ইত্যাদি ইত্যাদি
ভুত বিতারণ ক্ষমতা সম্পন্ন মডারেটর চাই
মডু বাড়িয়ে কোনও লাভ নাই। কয়েকদিন পর মডু মডু ঝগড়া শুরু হবে।
ঝগড়ার কারণ ?
পার্টটাইম মডারেটর/এডমিন- নেগেটিভ।
পোষ্ট মডারেশন - পজিটিভ।
নিউ ইউজার এপ্রুভাল - পজিটিভ।
নিউ মডারেটর - টেস্টিং ( আলফা স্টেজ)
দেড়-দুইবছর আগে ফোরামে কি কি ছিল এবং কি কি ছিল না (অরাজকতা নির্দেশ করে) সেগুলো কেন এখন আছে, আগে ক্যানো ছিল না, এইগুলো নিয়ে একটু বিশদ ব্যাখ্যা কেউ করলে খুশি হতাম।
আমি আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটা সেটা ঢাকায় ফিরে ইমপ্লিমেন্ট করা শুরু করবো। সেটা নিয়ে এখানে আলোচনার কিছু দেখছি না, কাজেই সেটা নিয়ে বিস্তারিত কিছু বলছি না।
নতুন মডারেটর নিয়োগের ক্ষেত্রে একটা ভোটাভুটির আয়োজন করা হোক। নির্বাচনের আগে একটা রিহার্সেলও হয়ে যাবে।
নতুন মডারেটর নিয়োগের ক্ষেত্রে একটা ভোটাভুটির আয়োজন করা হোক। নির্বাচনের আগে একটা রিহার্সেলও হয়ে যাবে।
এটা আমারও মনে প্রাণের কথা একটা ভোট হোক...... সমস্যা কী তাতে??
বর্তমান কাউকে তো আবার নির্বাচিত হতে হবে না
http://forum.projanmo.com/post569620.html#p569620
মডারেটর ভোটাভুটি করেই করা হয়। তবে সেই ভোটাভুটি খুবই সীমিত পরিসরে হয়।
মডুর মত ব্যাপারে ফোরামে ওপেন ভোটাভুটি চইলতো না ... ...
শামীম ভাইয়ের সাথে একমত। মডারেটর ভোটের ভিত্তিতেই হয়। তবে, সেটা আপনাদের দেখতে পাওয়ার কথা না। আর সেটা কখনোই সদস্যদের ভোটে হবে না। সেই কল্প-স্বপ্ন থেকে বেরিয়ে আসুন সবাই
এরকম পোস্টকারীর এভরেজ প্যাটার্ণ হলো কচিকাঁচা ( ) ফোরামিক। যাদের নিবন্ধন হওয়ার পরে এক সপ্তাহেরও কম অতিবাহিত হয়েছে এবং পোস্ট সংখ্যা ২০-এর কম তাদের পোস্ট/টপিক অন মডারেশন পাবলিশ করা যেতে পারে। অর্থাৎ, তারা পোস্ট করলে সরাসরি পাবলিক না হয়ে কোন মডারেটরের ইমেইল এড্রেসে যাবে (অবশ্যই এডমিন/মডারেটর প্যানেলেও একটা কপি থাকবে)। এরপরে, মডারেটর সরাসরি ইমেইল থেকে কিংবা তার প্যানেল থেকে পাবলিশ করবেন।
এই প্রস্তাবও আমি নিনজা ঝড়ের সময় দিয়েছিলাম অন্তত ৫০ পোষ্ট এপ্রুভালের পর পোষ্ট হবে সচলয়াতনের মত, তখন এই সম্ভব্যতা উড়ায় দিলেন সবাই
সেই কল্প-স্বপ্ন থেকে বেরিয়ে আসুন সবাই
হে হে হে মজা পাইলাম।
পোস্টা পড়ে মনে হচ্ছে সমাধান হাওয়া দরকার
এখন মনে হচ্ছে আসলেই মডারেটর বাড়ানো উচিৎ কারণ কিছুক্ষণ ধরে আবার উৎপাত শুরু হয়ে কোন এক মানুষিক রুগীর। কিন্তু সব পোষ্ট গেষ্ট একাউন্ট থেকে।
এখন মনে হচ্ছে আসলেই মডারেটর বাড়ানো উচিৎ কারণ কিছুক্ষণ ধরে আবার উৎপাত শুরু হয়ে কোন এক মানুষিক রুগীর। কিন্তু সব পোষ্ট গেষ্ট একাউন্ট থেকে।
তা মোছার সময়টা তো দেবেন নাকি? এত অধৈর্য্য হলে চলবে কী করে?
তা মোছার সময়টা তো দেবেন নাকি? এত অধৈর্য্য হলে চলবে কী করে?
আমিও সেটাই মনে করি। এমন না যে আপত্তিজনক পোষ্ট পরে আছে অনেক দিন।
তা মোছার সময়টা তো দেবেন নাকি? এত অধৈর্য্য হলে চলবে কী করে?
আসলে পোষ্ট গুলো রিসেন্ট পোষ্ট থেকে চলে গেলেও অনেকক্ষণ হোম পেজে দেখলাম। মাফ করবেন।
গেষ্ট একাউন্ট থেকে পোষ্ট এপ্রুভালের ব্যবস্থা করা যায় না?
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » প্রজন্মে আপদকালীন মডারেটর চাই।
০.০৮০৩২৮৯৪১৩৪৫২১৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৭৬৬৯১১৩৭৪৬৭২ টি কোয়েরী চলেছে