টপিকঃ স্মার্ট ফোন কি আসলেই দরকার

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

স্মার্টফোন ব্যবহার করি দুটো কারণে:

১. জিপিএস। নিত্যদিনকার ব্যবহার্যের তালিকায় এসে গেছে একটা।

২. আমি ফোনে প্রচুর পরিমাণে ভিডিও টিউটোরিয়াল দেখি। কনভার্ট ছাড়াই সেগুলো চালাতে পারি।

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

আমার স্মার্ট ফোন দরকারের কারন হলঃ- যাতে আমি সকলের দেখাতে পারি যে আমার একটি স্মার্ট ফোন আছে  clap

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

না ইসমাট ফোনের দরকার আছে......  অবশ্যই আছে ......  প্রেস্টিজ বলে একটা কথা আছে না??
আমার মাঝে মাঝে মনে হয় একটা এফযেড-এস থাকলে খুব ভালো হত ...... যেটা এখন দরকার
কিন্তু নিজের টাকায় যেদিন কিনব ততদিনে হয়ত সেটা আর মানাবে না ( বুড়া বয়সে ভীমরতি )

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

সর্বশেষ সম্পাদনা করেছেন মামুন.pb (০৫-০৮-২০১৩ ২০:৩৫)

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

যে জন্য স্মার্ট ফোনের প্রয়োজন অনুভব করি সেগুলো হলো,স্মার্টফোনে pdf,এক্সেলসহ ডকুমেন্ট ফাইলগুলো পড়া যায়।ডকুমেন্ট পড়ার জন্যে ফোনের স্ক্রিনটা বেশ সুবিধজনক মনে হয়েছে।
ডেক্সটপ বা পিসি ফোনের মতো এতটা পোর্টেবল না,এজন্যে ডেক্সটপের পাশাপাশি একটা স্মার্টফোন থাকলে বেশ সুবিধা হয়।যদিও পিসির বিকল্প পিসি তবুও বতমানের স্মার্টফোন ওএস অনেকটা এগিয়েছে এবং এর সাথে এ্যাপসও এগিয়েছে।আমার মতে স্মার্টফোন যদি সিম্ফোনি w35 হয় তবুও যেকোন জাভা ফোনের থেকে এধরনের ফোন থাকা উত্তম।সাধারন জাভাফোনে এখনো এ্যাপস ও ব্রাউজিংসহ বেশকিছু দুর্বলতা আছে।

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

আমার কাছে যে কোন নতুন প্রোডাক্ট এক্সপেরিমেন্টাল ইউজের জন্য কিনি।নষ্ট হয় হোক,এক্সপেরিমেন্ট করতেই হবে এটাই লক্ষ্য থাকে।তবে এই সময়ে একটা স্মার্টফোন না হলেই নয়।যদি ও নিজের প্রয়োজন অনুযায়ী কেনা ভাল।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (০৫-০৮-২০১৩ ২১:৫৩)

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

১১

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

স্মার্টফোন ব্যবহার ছেড়ে দিয়েছি। নোকিয়ার পুরানো ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট হ্যান্ডসেট ব্যবহার করি। প্রচুর পরিমাণে ফোন করা হয়। আর কেন জানি না আমার মনে হয় মেসেজ, ইমেইল, ফেসবুক ইত্যাদির থেকে ফ‌োন করলে মানুষজনের সাথে সম্পর্কটা আর একটু ঘনিষ্ঠ হয়। বর্তমানে অনেককেই দেখছি তাদের বন্ধুবান্ধবের সাথে সম্পর্কটা আমাদের সময়কার মতো সহজ নেই, বরং বেশী ফর্মাল হয়ে উঠছে। ফেসবুকের ফ্রেন্ডলিস্টে হয়ত বহু মানুষজন অ্যাড করা, কিন্তু মনের কথা, বিভিন্ন সমস্যা শেয়ার করার প্রয়োজন হলে তখন আর বন্ধু খুঁজে পাওয়া যায়না। তাই আমি ফোনের ব্যাবহারে খুবই গুরুত্ব দিই।

স্মার্ট কাজের মধ্যে ট্যাক্সিতে বসে ছাত্রদের কাজকর্ম কিছু দেখে রাখা, বই পড়া, ইমেইল করা এসবের জন্য স্মার্টেস্ট ডিভাইস ম্যাকবুক এয়ার  cool ব্যক্তিগতভাবে আমার লাইফস্টাইলে এই কম্বিনেশানের চেয়ে আরামদায়ক কিছু হয়না।

"No ship should go down without her captain."

হৃদয়১'এর ওয়েবসাইট

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১২

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

১৪

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

নিজে কোন স্মার্টফোন ইউজ করি না।
ডেভেলপমেন্টের প্রয়োজনে যদিও নেক্সাস আর আইপ্যাড আছে, কিন্তু কোনটাতেই সিম সুবিধা নেই।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৫

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

স্মার্টফোন ছাড়া অন্য কোন ফোন দেখলে কেমন যেন খেলনা খেলনা মনে হয়  tongue

১৬

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

সত্যি বলতে কি কোন জিনিস লাগালেই লাগে, না থাকলে নাই। তবে একবার ব্যবহার করে অভ্যাস হয়ে গেলে অনেকেরই অভ্যাস বদলাতে কষ্ট হয়। যদি দেখা যায় অন্য কিছুতে কাজ চলে যাচ্ছে তা হলে কি দরকার! অবশ্য এটা আমার ধারণা।
আসলে সবকিছুই জীবনকে সহজ করার জন্য, আপনি যদি বেশী সহজ চান তাহলে নিতে পারেন। তবে সহজ করার জন্য যে টাকা দরকার তার যোগান দিতে আবারও জীবন কঠিন এই আরকি tongue

যে বিজ্ঞাপনের কথা বলেছেন ওটা সম্ভবত এদেশেও দেখেছি...আর যে ছেলেমেয়েদের দেখায় ওরা মনেহয় নিজেদের টাকায়ই কেনে। কারণ উন্নত দেশগুলোতে  কমবেশী সবাই কাজ করে আর ফোনগুলোও কনট্রাক্টে কেনা যায়। প্রিপেইডের চেয়ে কনট্রাক্ট নেয়া অনেক সাশ্রয়ী।

বেদনাদায়ি, তবুও দিনান্তে যে তোমায় ভালবাসি!

১৮

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

স্মার্টফোনের চাহিদাটা আমার কাছে প্রায়োরিটি পায় এভাবে:
ক) ক্যামেরা
খ) মিউজিক প্লেয়ার
গ) ইন্টারএ্যাকটিভ ইউজার ইন্টারফেস
ঘ) নেটওয়ার্ক কমিউনিকেশন
ঙ) অর্গানাইজার ( সিঙ্ক্রোনাইজেশন সুবিধা সাথে)
সবগুলো মিলিয়ে স্মার্টফোনের বিকল্প দেখি না।

১৯

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

২০

Re: স্মার্ট ফোন কি আসলেই দরকার

বেদনাদায়ি, তবুও দিনান্তে যে তোমায় ভালবাসি!